Makeup Tips

বিয়েবাড়িতে ছিমছাম মেকআপেই হয়ে উঠুন মাহিরার মতো মোহময়ী, শিখে নিন কৌশল

হলিউড থেকে বলিউড সকলেই এখন মাতছেন এই মিনিমাল মেকআপ-এ। সামনেই যদি বিয়েবাড়ি থাকে, তা হলে মিনিমাল মেকআপেই হয়ে উঠুন নজরকাড়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:১০
Share:

মিনিমাল মেকআপেই মজে হলিউড থেকে বলিউড। কী ভাবে করবেন এমন মেকআপ? ফাইল চিত্র।

একদম সাদামাঠাভাবে চুল বাঁধা। খোলা থাকলেও সেখানে কোনও বাহুল্য নেই। মেকআপও হতে হবে মিনিমাল। রঙের খেলা থাকবে শুধু ঠোঁট আর চোখে। তাতেই বাজিমাত! হলিউড থেকে বলিউড সকলেই এখন মাতছেন এই মিনিমাল মেকআপ-এ। সামনেই যদি বিয়েবাড়ি থাকে, তা হলে মিনিমাল মেকআপেই হয়ে উঠুন নজরকাড়া। কী ভাবে এমন মেকআপ করতে হবে তা দেখিয়ে দিলেন অভিনেত্রী মাহিরা খান।

Advertisement

শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। ছবি ফ্লপ হলেও মাহিরা এখন বেশ চর্চিত মুখই। নিজের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন মাহিরা। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতেও বসেছেন। বরাবরই ছিমছাম মেকআপ করেন মাহিরা। যদি মাহিরার মতো স্বল্প মেকআপেই মোহময়ী হয়ে উঠতে চান, তা হলে জেনে নিন টিপ্‌স।

মেক আপ শুরুর আগে মুখে সেরাম মাখা জরুরি। মুখের আর্দ্রতা থেকে জেল্লা দুই-ই বজায় রাখে সেরাম। মুখে র‌্যাশ বা ব্রণর সমস্যা থাকলে, তার উপর মেক আপ করলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই মেক আপের আগে নিজের ত্বকের ধরন বুঝে মেখে নিন সেরাম।

Advertisement

চোখের মেকআপে বেশি গুরুত্ব দিতে হবে। দিনের বেলায় গ্লিটারি আই মেকআপ না করাই ভাল। প্রথমে দু’চোখে সাধারণ ভাবে মেকআপ করতে হবে। যেমন- ট্রানজিশন কালার, ক্রিজ ডিফাইন, আইশ্যাডো। এর পরে গ্লিটার গ্লু চোখের উপরে নির্দিষ্ট অংশে লাগিয়ে তার উপরে লুজ গ্লিটার লাগিয়ে নিতে পারেন। অথবা, ঝামেলা এড়াতে গ্লিটার লাইনার লাগিয়ে নিতে পারেন ওই অংশে। টানা টানা চোখ চাইলে চোখের উপরে আইশ্যাডো লাগানোর পরে আপার ল্যাশ লাইন ঘেঁষে কাজল বা জেল লাইনার মোটা রেখা টেনে লাগিয়ে নিন। এ বার ছোট পেনসিল ব্রাশের সাহায্যে লাইনারটিকে স্মাজ করতে থাকুন। এ বার একই রঙের আইশ্যাডো নিয়ে কাজলের সঙ্গে মিশিয়ে দিন।

গালে হালকা গোলাপি আভা এনেছেন মাহিরা। তার জন্য টিন্ট ব্লাশ ব্যবহার করতে পারেন। এটি খুব দ্রুত লাগাতে হয়। ত্বকের সঙ্গে সহজেই মিশে যায় এই ব্লাশ। ঠিকমতো ব্যবহার করলে যত ক্ষণ না মুখ ধোওয়া হবে, ব্লাশারের আভা লেগে থাকবে গালে।

একেবারে হালকা মেক আপের সঙ্গে লিপস্টিক কিন্তু মানায় না। রাতের বেলা ন্যুড রঙের লিপস্টিক মাখলেও মাখতে পারেন। কিন্তু দিনের বেলা লিপ বাম দিলেই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement