Hair care

Hair Care: কফিতে‌‌ই হোক চুলের যত্ন, বাড়িতে বানিয়ে নিন স্ক্রাব

ঘরেই আছে কফি। তা নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৯:৫৩
Share:

প্রতীকী ছবি।

চুল পড়া, খসখসে হয়ে যাওয়ার মতো সমস্যা তো হয়েই থাকে। তার মধ্যে যদি করোনা থেকে সেরে ওঠেন, তবে তো কথাই নেই। চুলের ঔজ্জ্বল্য প্রায় উধাও হতে বসেছে। এমন ক্ষেত্রে কী দিয়ে যে যত্ন নেওয়া যাবে, তা ভেবেই হয়রান হচ্ছেন অনেকে। কী মাখলে চুলের গোড়া শক্ত হবে? রেশমের মতো জেল্লাই বা ফিরবে কী ভাবে?

Advertisement

ঘরেই আছে কফি। তা নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। সেই কফি দিয়েই নিজের চুলের যত্ন নিতে পারেন। বানিয়ে ফেলতে হবে শুধু একটি স্ক্রাব।

কী ভাবে বানাবেন কফি দিয়ে স্ক্রাব?

Advertisement

একটি পাত্রে ২ চা চামচ কফি পাউডার নিন। তাতে ১ চা চামচ কাঠ বাদামের তেল দিন। সঙ্গে দিন ন’ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল। সঙ্গে দিন নারকেল কোরার চিনি আর ৮ ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল।

যেমন এক কাপ কফি চনমনে করে তুলতে পারে আপনার শরীর-মন, তেমনই এই কফির স্ক্রাব সতেজ করতে পারে চুল।

খুব ভাল করে সব ক’টি উপকরণ মেশাতে হবে। যাতে দলা না পাকিয়ে যায়।

সব উপকরণ কফির সঙ্গে ভাল ভাবে মিশে গেলে আপনার স্ক্রাব তৈরি। স্ক্রাবটি ভিজে মাথায় ভাল ভাবে মেখে নিন। মাথার তালুতে তা লাগানোর সময়ে একটু ডলে নিন। কিছু ক্ষণ রেখে স্ক্রাব মাথায় শুকিয়ে নিন। তার পর তা ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

ঠিক যেমন এক কাপ কফি চনমনে করে তুলতে পারে আপনার শরীর-মন, তেমনই এই কফির স্ক্রাব সতেজ করতে পারে চুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement