Skin Care

Dark Circles: চোখের তলায় কৃষ্ণগহ্বর? এ বার ঘরোয়া উপায়ে দূর করুন চোখের তলার কালি

মহিলা হোক বা পুরুষ চোখের তলার কালি ত্বকের একটি জ্বলন্ত সমস্যা। এই ভোগান্তি থেকে রেহাই পেতে মানতে হবে বেশ কয়েকটি উপায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৮:৪৫
Share:

প্রতীকী ছবি।

বর্তমান ইঁদুর দৌড়ের জীবনে ‘বিশ্রাম’ একটি লুপ্তপ্রায় শব্দ। আর এই বিশ্রামহীনতার ফলে শরীরের যে অংশটি সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় তা হল চোখ। অতিরিক্ত মানসিক চাপ, ক্লান্তি, ঘুমের ঘাটতির ফলে চোখের তলায় কালি পড়ে যায়। যা মুখের সৌন্দর্যের ব্যহত করে। এ ছাড়াও বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়ার কারণে চোখের তলায় কালি পড়তে পারে।

Advertisement

প্রতীকী ছবি।

কিন্তু এর থেকে মুক্তির কিছু ঘরোয়া উপায় রয়েছে—

১) শসাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ত্বককে সজীব রাখে। আর শসা যদি জুটি বাঁধে টক দইয়ের সঙ্গে তা হলে তো কথাই নেই। শসা কুঁচিয়ে টক দইয়ে মিশিয়ে লাগাতে হবে দাগের উপর। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করুন।

২) আলুর রস ত্বকের জন্য খুবই উপকারী। আলু বেটে সেই রস সপ্তাহে তিন থেকে চার দিন চোখের তলার কালিতে লাগানো যেতে পারে।

৩) ঠান্ডা টি-ব্যাগও এ ক্ষেত্রে ভীষণ ভাবে কার্যকর। রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের নীচে ভাল করে ঘষে নিলে কাজ দেবে।

৪) লাইকোপিন আর বিটা ক্যারোটিন সমৃদ্ধ টমেটো ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে ঝলমলে করে তোলে। টমেটোর রস তুলোয় লাগিয়ে চোখের নীচে লাগালে নিমেষে দূর হবে কালি।

৫) ত্বকের কালচে ছোপ দূর করতে সাহায্য করে ভিটামিন সি। ভিটমিন সি যুক্ত মুখে লাগানোর তেল বা সিরাম লাগাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement