Skin Care Tips

শীত পড়তেই জেল্লা হারাচ্ছে ত্বক? ঔজ্জ্বল্য ধরে রাখার উপায় বাতলে দিলেন আথিয়া শেট্টি

সম্প্রতি এক সাক্ষাৎকারে আথিয়া জানিয়েছেন, ত্বকচর্চায় তিনি কোনও রকম প্রসাধনী ব্যবহার করেন না। বদলে বাড়িতে তৈরি প্যাকের উপর তাঁর অগাধ বিশ্বাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২১:২০
Share:

মডেল-অভিনেত্রী আথিয়া শেট্টি। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন গ্যালারিতে অনুষ্কা শর্মার পাশে দেখা গিয়েছিল আথিয়া শেট্টিকে। খুব বেশি অভিনয় না করলেও মডেলিং জগতে আথিয়া শেট্টি বেশ পরিচিত নাম। চলতি বছর জানুয়ারি মাসে ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই চর্চায় উঠে আসে তাঁর নাম। তবে অনুরাগীদের কাছে আথিয়া জনপ্রিয় তাঁর রূপের জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে আথিয়া জানিয়েছেন, ত্বকচর্চায় তিনি কোনও রকম প্রসাধনী ব্যবহার করেন না। বদলে বাড়িতে তৈরি প্যাকের উপর তাঁর অগাধ বিশ্বাস। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বককে জেল্লাদার করতে তুলতে আথিয়া তিনটি উপাদান দিয়ে তৈরি বিশেষ একটি প্যাক মাখেন। সেই প্যাক তৈরি হয় পাকা পেঁপে, টক দই এবং নারকেলের দুধ দিয়ে।

Advertisement

উপকরণ

১) পাকা পেঁপে: ৬-৭ টুকরো

Advertisement

২) টক দই: ১ চা চামচ

৩) নারকেলের দুধ: ১ চা চামচ

পদ্ধতি

১) প্রথমে কয়েক টুকরো পাকা পেঁপে নিয়ে ব্লেন্ডারে দিয়ে মিহি করে বেটে নিন।

২) এ বার পাকা পেঁপের সঙ্গে টক দই এবং নারকেলের দুধ মিশিয়ে নিন।

৩) খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন খুব পাতলা না হয়ে যায়।

৪) এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। চুপ করে শুয়ে থাকতে পারলে আরও ভাল।

৫) শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement