Hacks to Make Mehndi Look Darker

বিয়েতে ঘটা করে মেহন্দির আয়োজন করেছেন? কোন টোটকা মানলে মেহন্দির রং গাঢ় হবেই?

ফ্যাকাশে মেহেন্দির রং যে দেখতে ভাল লাগে না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। মেহেন্দিতে গাঢ় সুন্দর রং ধরবে কী ভাবে? জেনে নিন কিছু সহজ উপায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২০:১৫
Share:

মেহন্দির রং গাঢ় করার ৫ উপায়। ছবি: শাটারস্টক

বিয়ের অনুষ্ঠানে মেহন্দির সাজ বাঙালিদের মধ্যে নেই। আগেকার দিনে বাঙালি বিয়েতে কনেরা হাতে আলতা পরতেন। তবে এখনকার দিনের বেশির ভাগ কনের পছন্দের তালিকায় প্রথমেই থাকে মেহন্দি। বিয়ের আগে ঘটা করে হয় মেহন্দির অনুষ্ঠান। কনের আত্মীয়েরা, বান্ধবীরাও মেহেন্দি করেন। ঘটা করে মেহন্দি পরার পর যদি গাঢ় লালচে রং না আসে, তা হলে মনটা খারাপ হয়ে যায়। ফ্যাকাশে মেহেন্দির রং যে দেখতে ভাল লাগে না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। মেহেন্দিতে গাঢ়, সুন্দর রং ধরবে কী ভাবে? জেনে নিন কিছু সহজ উপায়।

Advertisement

১) জলে চিনি গুলে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। মেহন্দি শুকিয়ে গেলে এই মিশ্রণে তুলো ডুবিয়ে সারা হাতে বুলিয়ে নিন।

মেহন্দি শুকিয়ে যাওয়ার পর অনেক ক্ষণ হাতে জল দেবেন না। ছবি: শাটারস্টক

২) ভিক্স বা অন্য কোনও বামও লাগিয়ে নিতে পারেন। দারুণ রং ধরবে।

Advertisement

৩) একটি কড়াইয়ে লবঙ্গ গরম করে সেই তাপে মেহন্দি করা হাত সেঁকে নিন। এই টোটকা মানলেও মেহন্দির রং গাঢ় হবে।

৪) সর্ষের তেল মালিশ করে নিতে পারেন। আলতার রং গাঢ় করতে এই পদ্ধতি প্রয়োগ করতেন আমাদের মা-ঠাকুরমারা। মেহন্দি তুলে নেওয়ার পর হাতে সর্ষের তেল ঘষে নিয়ে গরম সেঁক দিলেও মেহন্দির রং গাঢ় হয়।

৫) মেহন্দি শুকিয়ে যাওয়ার পর অনেক ক্ষণ হাতে জল দেবেন না। যত বেশি ক্ষণ জল না দিয়ে রাখতে পারবেন, রং ততই গাঢ় হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement