কিয়ারা-দীপিকার মতো নিখুঁত সাজগোজের জন্য জানতে হবে ফ্যাশনের ৫ টোটকা। ছবি: সংগৃহীত।
বিয়েতে যাবেন। কী পরবেন বা কেমন সাজবেন, তা আগে থেকে ঠিক করেই রেখেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সেই শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ়টি পরতে গিয়ে দেখলেন, সে তো কাঁধ থেকেই খুলে যাচ্ছে। হাতে এখন সেলাই করারও সময়ও নেই। শেষমেশ শাড়ি ছেড়ে গাউন পরা ছাড়া উপায় নেই। শুধু পোশাক নয়, শেষ মুহূর্তে ছোট ছোট এমন অনেক সমস্যার জন্য বিয়েবাড়ি কিংবা কোনও পার্টিতে যাওয়ার আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। কয়েকটি ফিকির জানা থাকলে অবশ্য এমন ছোটখাটো সমস্যা এড়িয়ে চলা যেতে পারে।
১) টিকলি উল্টে যাওয়া
বন্ধুর সঙ্গীতে নাচতে গিয়ে বার বার মাথায় টিকলি উল্টে যাচ্ছে। বেশ কয়েক বার হাত দিয়ে ঠিক করে নিলেও ছবি তোলার সময়ে ভুলে যাওয়াই স্বাভাবিক। এই সমস্যার সমাধান রয়েছে আঠায়। তবে যে কোনও গ্লু নয়, ত্বকে লাগানো যায় এমন আঠা ব্যবহার করাই ভাল।
২) জুতোয় শাড়ি ফেঁসে যাওয়া
অনেকেই অনুষ্ঠানে একটু কারুকাজ করা জুতো পরেন। কিন্তু হাঁটার সময়ে তাতে শাড়ি আটকে ছিঁড়ে যেতে পারে। এই সমস্যা এড়াতে জুতোর উপর মোমের ফোঁটা ফেলে পরিষ্কার কাপড় দিয়ে ঘষে নিতে হবে। তা হলে জুতোর চাকচিক্যও বাড়বে আর জুতোর উপরে থাকা পাথরের তীক্ষ্নতাও কমবে। হিল পরলে শাড়ি পরার আগে জুতো পরে নিন। তা হলে শাড়ি উঁচু লাগবে না।
৩) কানে ভারী দুল
শাড়ি বা লেহঙ্গার সঙ্গে কাঁধ ছোঁয়া ভারী দুল পরবেন। কিন্তু দীর্ঘ দিন কানে দুল না পরে, কানে বেশি ক্ষণ কোনও গয়না রাখাই মুশকিল হয়ে যায়। এমন সমস্যা থেকে মুক্তি দিতে পারে ক্রিম। কানের লতি অস্থায়ী ভাবে অবশ করে দেয় এমন কোনও ক্রিম মাখতে পারেন। এ ছাড়া এখন প্লাস্টিকের চেনও পাওয়া যায়, যা কানের পিছনে লাগিয়ে নিলে ভারী দুল পরলেও ব্যথা হবে না।
৪) ঢিলেঢালা ব্লাউজ়
সাজতে গিয়ে শেষ মুহূর্তে কাঁধ থেকে ব্লাউজ় খুলে যাওয়া বা বার বার ওড়না পড়ে যাওয়ার মতো সমস্যা নতুন নয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে হাতের কাছে রাখতে পারেন ফ্যাশন টেপ। এই টেপের সাহায্যে ব্লাউজ় অস্থায়ী ভাবে গায়ের মাপে করে নেওয়া যায়। ব্লাউজ় পরলে অনেকের বক্ষখাঁজ দেখা গেলে সমস্যা হয়, এ ক্ষেত্রেও ফ্যাশন টেপ দিয়ে মুশকিল আসান হতে পারে।
৫) শেষ মুহূর্তে পাকা চুল ঢেকে ফেলা
বিয়েবাড়িতে পাকা চুল দেখা গেলে বিপদ। তাই শেষ মুহূর্তে নিজেই বাড়িতে চুল রং করতে বসলেন। বিশেষজ্ঞেরা বলছেন, এই ভুল না করে অস্থায়ী ভাবে ‘হেয়ার পিস’ বা স্প্রে ব্যবহার করতে পারেন। সময় এবং খরচ, দুই-ই বাঁচবে।