Homemade Face Masks

বিয়ের দিন সুন্দর দেখাবে, রাতারাতি ত্বকের ভোল বদলে দিতে পারে এমন সব উপাদান ঘরেই আছে

বিয়ের প্রস্তুতি পর্ব শুরু করা উচিত অন্তত মাস দুয়েক আগে থেকে। কিন্তু হাতে যদি সময় না থাকে, তা হলে কী করবেন? চিন্তা নেই, চেনা উপকরণেও ত্বকের জেল্লা ফিরতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২০:২০
Share:

বিয়ের আগে কী ভাবে ত্বকের যত্ন নেবেন হবু কনেরা? ছবি: সংগৃহীত।

সামনেই বিয়ে? তার আগে সালোঁয় গিয়ে ট্রিটমেন্ট করানোর মতো সময় নেই। অথচ বিশেষ দিনে ত্বকের জেল্লায় যেন ভাটা না পড়ে, সে দিকেও খেয়াল রাখতে হয়। রূপচর্চা শিল্পীরা যদিও বলবেন, বিয়ের প্রস্তুতি পর্ব শুরু করা উচিত অন্তত মাস দুয়েক আগে থেকে, কিন্তু হাতে যদি সময় না থাকে, তা হলে কী করবেন? চিন্তা নেই, চেনা টোটকায় ত্বকের ভোল বদলে দেওয়ার মতো উপকরণ হাতের কাছেই রয়েছে। রাসায়নিকমুক্ত সেই সব উপাদানে তৈরি মাস্ক যেমন ত্বকের আর্দ্রতা ধরে রাখে, তেমনই প্রদাহজনিত সমস্যাও দূর করে।

Advertisement

হবু কনেরা কী কী দিয়ে মাস্ক তৈরি করবেন?

১) মধু এবং টক দইয়ের মাস্ক:

Advertisement

ছোট একটি পাত্রে মধু এবং টক দই ভাল করে মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ওই মিশ্রণ মুখে মেখে নিন। অসুবিধা না থাকলে সারা রাত ওই মিশ্রণ মেখে রেখে দিতে পারেন। না হলে ঘণ্টাখানেকই যথেষ্ট। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের জন্য এই মাস্ক অব্যর্থ।

২) ওটমিল এবং দুধের মাস্ক:

যাঁদের ত্বক অত্যন্ত স্পর্শকাতর ওটমিল এবং দুধের মাস্ক তাঁদের জন্য বিশেষ ভাবে উপকারী। ওট্‌স অ্যান্টি-ইনফ্লেমেটরি। তাই ত্বকের প্রদাহজনিত সমস্যা নিরাময় করতে পারে। আবার দুধে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড, যা ত্বকে কোনও রকম ক্ষতি না করে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। ফলে ভিতর থেকে ত্বক জেল্লাদার হয়ে ওঠে।

৩) কাঁচা হলুদ এবং অ্যালো ভেরার মাস্ক:

বিশেষ দিনে ত্বকের ঔজ্জ্বল্যে যেন কোনও ঘাটতি না থাকে। সোনা চুঁইয়ে পড়া ত্বকের জন্য হবু কনেরা বাড়িতেই বিশেষ ধরনের মাস্ক তৈরি করে ফেলতে পারেন। তার জন্য প্রয়োজন কাঁচা হলুদ এবং অ্যালো ভেরা। অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ এই উপাদান দু’টি র‌্যাশ, ব্রণ, অ্যালার্জির সমস্যা নিরাময় করে। ত্বকের প্রদাহজনিত লালচে ভাব দূর করে। পাশাপাশি হারানো জেল্লা ফিরিয়ে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement