ছবি : সংগৃহীত।
কনসিলার যেকোনও মেকআপের প্রিয় বন্ধু । তবে ভুল ভাবে লাগালে এই কনসিলারই ‘শত্রু’ হতে দেরি করবে না। সাধের মেকআপের ভয়াবহ অবস্থা হতে পারে কনসিলারের ভুল ব্যবহারে। তাই মেক আপ করার আগে কনসিলার ব্যবহারের পদ্ধতি জেনে নেওয়া জরুরি। আমেরিকার তারকা রূপটান শিল্পী রুবেন গাতো জামোরা, জানালেন কী ভাবে কনসিলার ব্যবহার করে চোখের তলার কালি ঢেকে ফেলা যায় নিমেষে।
১। চোখের নীচের পুরো অংশ নয়। শুধু কালচে ভাব রয়েছে এমন জায়গাগুলিতেই কনসিলার লাগান। স্বাভাবিক আলোয় আয়নায় দেখুন। তা হলেই বুঝতে পারবেন, কোন জায়গা বা জায়গাগুলো ত্বকের স্বাভাবিক রঙের থেকে কয়েক স্তর গাঢ়।
২ । আঙুলের সাহায্যে হালকা হাতে ছড়িয়ে দিন কনসিলার। খেয়াল রাখুন, যেখানে দরকার সেই জায়গার বাইরে না চলে যায়।
৩। স্পঞ্জ বা ব্রাশের সাহায্যে অতিরিক্ত কনসিলার ত্বকের সঙ্গে মিশিয়ে নিন ভাল ভাবে।
৪। গাতো বলছেন, কনসিলার লাগানোর আগে চোখের নীচে আইক্রিম লাগিয়ে ফাউন্ডেশন লাগিয়ে নিন। তবে চোখের অংশটিতে ফাউন্ডেশন দেবেন না। এর পরে চোখের নীচে কনসিলার দিন।
৫। কনসিলার লাগানোর আগে দেখে নিন, আইক্রিমের তেল তেলে ভাব চলে গিয়েছে কি না। চলে গেলে তার পরেই কনসিলার লাগাবেন।
৬। কনসিলারের উপরে সামান্য পাউডার লাগিয়ে নিন। যাতে চোখের নীচের মেক আপ অনেক ক্ষণ ঠিক থাকে। তবে বেশি পাউডার লাগাবেন না , তাতে চোখের নীচে সূক্ষ্ম রেখা ফুটে উঠতে পারে। বা শুষ্ক দেখাতে পারে।
৭। কনসিলারের রং বাছুন ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে। কনসিলারের রং হবে ফাউন্ডেশনের থেকে এক পরত হালকা।
৮। চোখের কোনে ভাঁজ পড়ে বেশি। তাই সেখানে কনসিলার না লাগানোই ভাল।
৯। একেবারে কনসিলারের মোটা পরত দেওয়ার বদলে ১০ মিনিটের তফাতে দু’টি পাতলা পরত দিন। তাতে কাজ হবে বেশি।