কলা খেতে না ভাল লাগে, তবে মুখে মাখুন। বানিয়ে নিন একটি প্যাক।
কলায় নানা ধনের উপাদান রয়েছে। রকমারি ভিটামিন থেকে পটাশিয়াম, সবেতে ভরপুর এই ফল। তাই কলা থেকে শরীর যেমন ভাল থাকে, তেমনই জেল্লা বাড় ত্বকের।
বর্ষাকালে এমনই মাঝেমধ্যে ঔজ্জ্বল্য হারায় ত্বক। মূলত স্যাঁতসেঁতে এ সময়ে সহজেই কেমন ছাপ পড়ে চেহারায়। কলার গুণে তা কিন্তু দিব্যি ফিরিয়ে আনা যায়। যদি কলা খেতে না ভাল লাগে, তবে মুখে মাখুন। বানিয়ে নিন একটি প্যাক। ঘরোয়া সেই যত্নেই দিব্যি ফিরবে চেহারার জেল্লা।
কী ভাবে বানাবেন কলার ফেসপ্যাক?
উপকরণ:
পাকা কলা: একটি
চালের গুঁড়ো: এক টেবিল চামচ
মধু: আধ চা চামচ
নারকেল তেল: আধ চা চামচ
লেবুর রস: দুই টেবিল চামচ
প্রতীকী ছবি।
প্রণালী:
কলা ভাল করে চটকে তার সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিন। মূল দু’টি উপকরণ ভাল ভাবে মিশে গেলে একে একে লেবুর রস, নারকেল তেল আর মধু দিয়ে দিন। প্যাকটি বানিয়ে সারা রাত ফ্রিজে রেখে দেবেন। সকালে স্নানের আগে বার করে ভাল ভাবে মুখে মাখুন। মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন।