Short Hair Style Tips

ছোট চুল বাঁধবেন, না খোলা রাখবেন বুঝতে পারছেন না? জেনে নিন সহজ কয়েকটি কেশসজ্জা

ছোট চুল কখনও খোলা ভাল লাগে, আবার কখনও বাঁধা। তবে কতটা বাঁধবেন, কতটা অংশ কী ভাবে ছেড়ে রাখবেন, তার উপর নির্ভর করে আপনাকে কেমন দেখাবে। জেনে নিন চুলের সহজ কয়েকটি কেশসজ্জা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ১৫:৪২
Share:

ছোট চুলের সহজ কেশসজ্জা। ছবি: সংগৃহীত।

ছোট চুল, খোলা রাখবেন না কি বাঁধবেন, কোন কেশসজ্জা আপনাকে মানাবে বুঝতে পারছেন না? তা হলে বরং জেনে নিন কয়েকটি সহজ কেশসজ্জা। ঝক্কি ছাড়া বাঁধাও যাবে, আবার খুলে রাখলেও মানাবে বেশ।

Advertisement

সাইড টুইস্ট

এভাবে সহজেই বেঁধে নেওয়া যাবে চুল। ছবি: সংগৃহীত।

চুলটা এক পাশ থেকে সিঁথি করে ভাগ করে নিন। ভাগাভাগিতে যে দিকে চুলের পরিমাণ কম, সে দিকে সামনের চুল নিয়ে টুইস্ট করে মাথার পিছন দিকে এনে ববি পিন দিয়ে আটকে দিন। বাকি চুলটা খোলা রাখুন। অভিনেত্রী আলিয়া ভাটকে এ রকম সাইড টুইস্ট কেশসজ্জায় অনেক বার দেখা গিয়েছে। ছোট বা মাঝারি চুলে এই ধরনের সাইড টুইস্ট বেশ ভাল লাগে।

Advertisement

হাফ পনিটেল

ব্যস্ততার সময়েও দ্রুত এ ভাবে চুল বেঁধে নেওয়া যায়। ছবি :সংগৃহীত।

সকালের ব্যস্ত সময়ে হাফ পনিটেল সহজেই করে নিতে পারেন। চুল ভাল করে পিছনের দিকে আঁচড়ে নিন। এ বার উপরের দিক থেকে চুলের অর্ধেক অংশ নিয়ে ভাল করে আরও এক বার আঁচড়ে মাথার উপরের দিকে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিন। উপরের দিকে চুলটা একটু ফুলিয়ে পাফ করে নিন। এতে দেখতে যেমন স্মার্ট লাগবে, তেমনই কাজের সময় মুখের উপর চুল এসে পড়বে না।

বিচ ওয়েভস

খোলা চুলের এই সজ্জাও বেশ সুন্দর। ছবি: সংগৃহীত।

সমুদ্র সৈকতে বেড়াতে গেলে এই ধরনের কেশ সজ্জা খুব ভাল লাগে। তবে অফিস থেকে নাইট পার্টি, খোলা চুলের এই স্টাইলিং হয় নজরকাড়া। কার্লার দিয়ে চুল পাকিয়ে নিন। তার পর হালকা হাত চালিয়ে খুলে দিন কার্লগুলি। সুন্দর ঢেউ খেলানো হয়ে উঠবে চুল।

স্ট্রেট

চুল সোজা করে নিলেও ভাল লাগে। ছবি: সংগৃহীত।

কোনও কিছু না করে স্ট্রেটনার দিয়ে চুল সোজা করে নিলেও দিব্যি মানাবে। ছোট চুল হলেও অসুবিধা নেই। তবে চুল খোলাই রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement