সময়ের অভাবে পরিষ্কার করা হয় না মেকআপের ব্রাশ। কিন্তু সহজ কিছু টোটকা জানা থাকলে কমবে সমস্যা।
মেকআপ ব্রাশ থাকে অনেকগুলি। কোনওটিতে লিপস্টিক লাগানো, কোথাও বা আইশ্যাডো। রকমারি রঙে ভরে থাকে ব্রাশ। মেকআপ ঠিক রাখার জন্য নিয়মিত ব্রাশ থেকে সে সব রং তোলাও দরকার।
কিন্তু সময়ের অভাবে পরিষ্কার করা হয় না মেকআপের ব্রাশ। অনেক সময়ে আবার ভাবা হয়, ব্রাশ বার বার ধুলে নষ্ট হয়ে যাবে। আর সে কারণেই ব্রাশগুলি সাফ করার কিছু টোটকা জেনে রাখা জরুরি।
কী ভাবে মেকআপের ব্রাশ পরিষ্কার করলে সময় কম লাগবে আবার ব্রাশও ভাল থাকবে দীর্ঘ দিন?
১) একটি কাপে সামান্য গরম জল নিন। তাতে শ্যাম্পু ফেলে দিন কয়েক ফোঁটা। তার মধ্যে ভিজিয়ে রাখুন ব্রাশগুলি। কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখলে তার থেকে উঠে যাবে সব ধরনের রং। শেষে ঠান্ডা জলে ধুয়ে নিন ব্রাশগুলি।
কোনও মেকআপের ব্রাশে যদি স্পঞ্জের অংশ থাকে, তা হলে তা শ্যাম্পুতে ডোবাবেন না। কারণ, তাতে স্পঞ্জ নষ্ট হয়ে যেতে পারে।
২) একটি টিস্যু পেপার কিংবা ফিনফিনে তোয়ালের উপর জলে ভেজা ব্রাশগুলি রেখে দিন। জোর করে তাপ দিয়ে কিংবা ঘষে ঘষে মুছলে ব্রাশের ক্ষতি হবে।
৩) কোনও মেকআপের ব্রাশে যদি স্পঞ্জের অংশ থাকে, তা হলে তা শ্যাম্পুতে ডোবাবেন না। কারণ, তাতে স্পঞ্জ নষ্ট হয়ে যেতে পারে। বরং সে ধরনের ব্রাশ চোবান হাত ধোয়ার তরল সাবানে। ধোয়ার পর হালকা কোনও কাপড় দিয়ে মুছে নিন স্পঞ্জ। কিছু ক্ষণ হাওয়ায় রেখে দিন।