Drinks for Flawless Skin

৩ পানীয়: নিয়ম করে খেলে ত্বকে কিয়ারার মতো জেল্লা আসবে কয়েক দিনে

নিয়ম করে স্বাস্থ্যকর খাবার খেতে হবে তো বটেই, সেই সঙ্গে ভরসা রাখতে হবে কিছু পানীয়ে। কোন পানীয়ে লুকিয়ে আছে ঝলমলে ত্বকের রহস্য?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ১৯:৪৮
Share:

কিয়ার আডবাণী। ছবি:সংগৃহীত।

ত্বকের খেয়াল রাখতে নামীদামি সংস্থার প্রসাধনী ব্যবহার করেন অনেকেই। দিনের বিভিন্ন সময়ে নিয়ম করে সেগুলি মাখেনও। কিন্তু দীর্ঘ দিন ব্যবহার করার পরেও কোনও সুফল পাওয়া যায় না। আসলে ত্বকের যত্ন যতটা বাইরে থেকে, তার চেয়ে অনেক বেশি ভিতর থেকে কার্যকরী। তাই ত্বকের দেখাশোনা করতে হবে ভিতর থেকে। তার জন্য নিয়ম করে স্বাস্থ্যকর খাবার খেতে হবে তো বটেই, সেই সঙ্গে ভরসা রাখতে হবে কিছু পানীয়ে। কোন পানীয়ে লুকিয়ে রয়েছে ঝলমলে ত্বকের রহস্য?

Advertisement

হলুদ দুধ

ত্বকের যত্নে হলুদের ভূমিকা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। প্রাচীন কাল থেকেই রূপচর্চায় হলুদের ভূমিকা চর্চিত। তবে শুধু হলুদ খেলে কিন্তু ত্বকের হাল ফিরবে না। বরং দুধে মিশিয়ে খেতে হবে হলুদ। রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি এক গ্লাস হলুদ মিশ্রিত দুধ খেতে পারেন, তা হলে উপকার পাবেন। হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, প্রোটিন, যা ত্বককে ভিতর থেকে সতেজ রাখে।

Advertisement

ডাবের জল

শরীরের খেয়াল রাখতে ডাবের জল খাওয়া জরুরি। তবে শুধু শরীর নয়, ডাবের জল ত্বকে আনে সতেজতা। ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখে। জলের পরিমাণ যদি কমে যায়, তা হলে ত্বক নিস্তেজ হয়ে পড়ে। ডাবের জল সেই ঝুঁকি কমায়। ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতেও ডাবের জলের জুড়ি মেলা ভার।

শাকসব্জির স্মুদি

রোজের ডায়েটে শাকসব্জি রাখার কথা বলেন চিকিৎসকের। সব্জি শরীরে পুষ্টির জোগান দেয়। সেই সঙ্গে ত্বকেরও খেয়াল রাখে। নানা পুষ্টিকর উপাদানে ঠাসা সব্জি দিয়ে বানিয়ে নিতে পারেন এক ধরনের স্মুদি। নিয়ম করে তা খেলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement