প্রতীকী ছবি।
ব্রণর সমস্যা বেড়েছে? তা নিয়ে চিন্তাও বেড়েছে। এ সময়ে অনেকেরই হচ্ছে। কারও মাস্কের কারণে ব্রণ বাড়ছে। কারও বা বাড়ছে ধুলো-ময়লায় বেরিয়ে। কারণ যা-ই হোক, সমাধান তো খুঁজতেই হবে।
অনেকেই ওষুধ কিংবা ক্রিম লাগিয়ে নানা ধরনের চেষ্টা করছেন। তবে আরও একটি কাজ করা যেতে পারে। তার মাধ্যমে ঘরে বসেই সহজ উপায়ে কমিয়ে ফেলতে পারেন ব্রণর সমস্যা।
খুব বেশি আয়োজন করতে হবে, এমন নয়। সহজেই করা যাবে ত্বকের যত্নের ব্যবস্থা।
কলা খেয়ে খোসা ফেলে দেন তো? এ বার থেকে আর ফেলবেন না। ওই খোসাতে আছে নানা ধরনের পুষ্টির উপাদান, যা ত্বকের যত্ন নেবে।
প্রতীকী ছবি।
রোজ ত্বকে কলার খোসার সাদা অংশটি ভাল ভাবে ঘষে নিতে হবে। বেশ কিছু ক্ষণ ধরে এই কাজ করুন। তার পর মিনিট ১৫ সে ভাবেই রেখে দিন। মুখ কিছুটা শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
কলার খোসায় আছে বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট, মিনারেল এবং ফাইবার। তা ত্বকের প্রদাহ কমায়। তার প্রভাবেই কমবে ব্রণ। এরই পাশাপাশি, কলার খোসা ত্বকের আর্দ্রতা বাড়াবে। কমাবে বলিরেখা পড়ার আশঙ্কাও।