Deepika Padukone

Deepika Padukone: ‘চুল নয়, মুরগির ঝুঁটির মতো লাগছে’! কেন এমন কটাক্ষের শিকার হতে হল দীপিকাকে

‘লাল সিংহ চড্ডা’-র বিশেষ স্ক্রিনিংয়ে চুল বাঁধার ধরন নিয়ে এ বার ট্রোলড হলেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১২:৫৫
Share:

‘দীপবীর’ মানেই একটা চমক। ছবি-সংগৃহীত

গতকাল মুক্তি পেয়েছে আমির খান অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি ‘লাল সিং চড্ডা’। এ দিন ছবি মুক্তির প্রিমিয়ারে দেখা গিয়েছে বলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীকে। এসেছিলেন দীপিকা-রণবীরও। দীপিকা পরেছিলেন কচি কলাপাতা রঙের একটি সাফারি স্যুট। কালো রঙের লম্বা ঝুলের কোট, প্যান্ট সঙ্গে মানানসই কালো চশমায় স্বমহিমায় হাজির হয়েছিলেন রণবীর। ‘দীপবীর’ মানেই একটা চমক। সে পোশাক-আশাকে হোক কিংবা সাজসজ্জায়। নেটমাধ্যমে তা নিয়ে প্রায় ট্রোলডও হন দু’জনে।

Advertisement

তবে এ বার রণবীর নন, ট্রোলড হলেন দীপিকা। ‘লাল সিং চড্ডা’র বিশেষ স্ক্রিনিংয়ে চুল বাঁধার ধরন নিয়ে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। অর্ধেক চুল নিয়ে একটি সাধারণ পনিটেল করেছিলেন দীপিকা। সামনের কিছু চুল অবিন্যস্ত ছিল। তাতেই ব্যঙ্গ করতে ছাড়েননি নেটাগরিকরা। ‘মুরগির ঝুঁটির মতো লাগছে’, ‘দীপিকা নিশ্চয় চুল আঁচড়াতে ভুলে গিয়েছেন’ ‘দীপিকা কি আদৌ চিরুনি ব্যবহার করেন’— অনেকেই এই ধরনের মন্তব্য ছুড়ে দিয়েছেন। পাশাপাশি প্রশংসাও কম পাননি দীপিকা। তাঁর অনুরাগীরা প্রতি বারের মতো এ বারও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয় অভিনেত্রীকে।

ছবি-সংগৃহীত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement