Debina Bonnerjee

খোলামেলা পোশাকে মাতৃত্বকালীন ফোটোশুটে দেবিনা! কালো অন্তর্বাসে দিলেন সন্তান আসার বার্তা

ইনস্টাগ্রামে মাতৃত্বকালীন ফোটোশুটের ছবি প্রকাশ করলেন বঙ্গতনয়া দেবিনা বন্দ্যোপাধ্যায়। সে সব ছবির নেপথ্যের ঘটনাও ভিডিয়োর মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১৫:২৩
Share:

কালো অন্তর্বাসের উপর সাদা ফুলহাতা জামা পরে ছবি তুলছেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম

অন্তঃসত্ত্বা অবস্থায় স্ফীতোদরের ছবি বা মাতৃত্বকালীন ফোটোশুটের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করার চল ক্রমশই বাড়ছে। সোনম কপূর, আলিয়া ভট্ট, বিপাশা বসুর পর সেই তালিকায় যোগ দিয়েছেন বঙ্গতনয়া দেবিনা বন্দ্যোপাধ্যায়। এ বার ইনস্টাগ্রামে ছবির সঙ্গেই সেই ফোটোশুটের নেপথ্যের ঘটনাও ভিডিয়োর মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী।

Advertisement

দ্বিতীয় বার মা হওয়ার অভিজ্ঞতা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী দেবিনা। সমাজমাধ্যমের পাতায় ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নিচ্ছেন অন্তঃসত্ত্বাকালীন অবস্থার নানা খুঁটিনাটি। সাম্প্রতিক ভিডিয়োতে দেখা যাচ্ছে কালো অন্তর্বাসের উপর সাদা ফুলহাতা জামা পরে ছবি তুলছেন অভিনেত্রী। পায়ে উঁচু হিলের জুতো। অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ খোলামেলা সাজেই ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই ৩৭০০০-এর বেশি নেটাগরিক পছন্দ করেছেন সেই ভিডিয়ো। তবে কেউ কেউ সতর্কও করেছেন তাঁকে। জানিয়েছেন, এই অবস্থায় এত উঁচু জুতো পরা ঠিক হচ্ছে না তাঁর।

দেবিনার প্রথম সন্তান হয় আইভিএফ পদ্ধতির মাধ্যমে। শারীরিক নানা জটিলতার কারণে সন্তানধারণের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অভিনেত্রী। তবে প্রথম সন্তানের জন্মের চার মাসের মাথায় স্বাভাবিক পদ্ধতিতেই ফের অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী। তাই তার পরিবারের নতুন সদস্যটি সব সময়েই তাঁর কাছে ভীষণ ‘স্পেশাল’— এ কথা বার বারই বলতে শোনা যায় অভিনেত্রীকে। ছবির শিরোনামেও দেবিনা মনে করিয়ে দিয়েছেন সে কথা। লিখেছেন, ঝকঝকে ও ফুটফুটে অবস্থায় অপেক্ষা করছেন তিনি। আর ভিডিয়ো নিয়ে তাঁর বার্তা— অসম্ভবকে ক্যামরাবন্দির প্রচেষ্টা। রইল সেই ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement