Hair care

Hair Care and Bay Leaf: চুলের যত্নে তেজপাতা ব্যবহার করেন? কী উপকার হতে পারে এর ফলে

চুলের যে কোনও সমস্যা দিন কয়েকে কমিয়ে দিতে পারে তেজপাতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২০:৩৩
Share:

প্রতীকী ছবি।

তেজপাতা রান্নায় দেওয়া তো হয়েই থাকে। কিন্তু তা দিয়ে কী হয়? এর কি কোনও উপকারিতা আছে? আর কোনও কাজে লাগে কি তেজপাতা?

Advertisement

তেজপাতা দিয়ে নিজের চুলের যত্নও নেওয়া যায়। চুলের যে কোনও সমস্যা দিন কয়েকে কমিয়ে দিতে পারে তেজপাতা।

চুলে কী ভাবে ব্যবহার করবেন তেজপাতা?

Advertisement

কয়েকটি তেজপাতা জলে ফুটিয়ে নিন। তার পর তেজপাতা-সহ জল মিনিট দশেক ঠান্ডা করে নিন। এর পরে ছেঁকে নিন জল। নিয়মিত এই জল দিয়ে মাথা ধুয়ে নিতে পারেন।

প্রতীকী ছবি।

অন্য ভাবেও ব্যবহার করা যায় তেজপাতা। এই পাতা গুঁড়ো করে নিতে পারেন। সেই গুঁড়ো মিশিয়ে নিতে পারেন টক দইয়ের সঙ্গে। ব্যস, তৈরি হয়ে গেল আপনার চুলের প্যাক। এই প্যাক ফ্রিজে রেখে দিন। রোজ স্নান করার আগে প্যাকটি মাথায় মেখে মিনিট দশেক রেখে দিতে হবে। তার পরে শ্যাম্পু করে নিতে হবে।

কী হবে এ ভাবে মাথায় তেজপাতা ব্যবহার করলে?

নিয়মিত এ ভাবে তেজপাতা লাগালে মাথায় খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি, চুলে খসখসে ভাব থাকলেও চলে যাবে সমস্যা। চুল হবে নরম। বাড়বে জেল্লা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement