Hair

Hena: ঘন কালো চুল চাই? হেনার সঙ্গে মিশিয়ে নিতে পারেন হেঁশেলের কয়েকটি জিনিস

চুল কালো রাখার জন্য হেনা বেছে নিচ্ছেন অনেকে। এতে শুধু চুলে রং হবে, এমন নয়। পাশাপাশি, চুল হবে নরম। তাড়াতা়ড়ি লম্বাও হয় চুল।

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১৭:০১
Share:

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চুল রং করা নিয়ে নানা সমস্যার কথা শোনা যায়। কোন সংস্থার রং চুলের জন্য কম ক্ষতিকর, তা নিয়ে ভাবতে হয়। কোন রংটি ব্যবহার করলে চুলে একেবারে ঠিক রং আসবে, তা নিয়েও থাকে চিন্তা। তাই অনেকেই এখন ভেষজ জিনিসের দিকে ঝুঁকছেন।

পাকা চুল কালো রাখার জন্য তাই আবার হেনা বেছে নিচ্ছেন অনেকে। এতে শুধু চুলে রং হবে, এমন নয়। পাশাপাশি, চুল হবে নরম। তাড়াতা়ড়ি লম্বাও হয় চুল। তবে নিয়মিত হেনা ব্যবহার করার ইচ্ছা হলে, তাতে কয়েকটি জিনিস মিশিয়ে নিতে পারেন। জেনে নিন, হেনার সঙ্গে কী কী মেশালে চুল ঘন কালো এবং লম্বা দেখাবে—

১) সাধারণত চুলে হেনা লাগালে গাঢ় বাদামি রং আসে। কিন্তু তার সঙ্গে চায়ের লিকার আর কাঁচা ডিম মিশিয়ে নিলে চুলে কালো রং আসবে।

২) কফির গুঁড়োও মেশানো যায় হেনার সঙ্গে। তার সঙ্গে থাকতে পারে আমলকি।

৩) চুল নরম করার জন্য হেনার সঙ্গে মিশিয়ে নেওয়া যায় টক দই। এতে চুল নরম হয়। চুল লম্বাও হয় তাড়াতাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন