Diwali Fashion 2024

আলোর রোশনাইয়ে ভাসছে বলিউড! চিত্রাঙ্গদা, মাসাবা, দিয়া থেকে আয়ুষ্মান, কে কেমন সাজলেন?

সারা বছর নানাবিধ ব্যস্ততা থাকলেও বছরের এই সময়টাতে কোনও কাজ রাখেন না বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। পরিবার, বন্ধুদের সঙ্গে মেতে ওঠেন উৎসবের আনন্দে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৭:১৩
Share:

ছবি: সংগৃহীত।

আলোয় সেজে উঠেছে চারিদিক। দীপাবলি উৎসবে মাতোয়ারা গোটা দেশ। সারা বছর নানাবিধ ব্যস্ততা থাকলেও বছরের এই সময়টাতে কোনও কাজ রাখেন না বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। পরিবার, বন্ধুদের সঙ্গে মেতে ওঠেন উৎসবের আনন্দে। উদ্‌যাপনের ছবিও পোস্ট করেন সমাজমাধ্যমে। এক ঝলকে দেখে নিন এ বছর দীপাবলি উপলক্ষে কে কেমন সাজে সেজেছিলেন।

Advertisement

অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। ছবি: ইনস্টাগ্রাম।

শুটিংয়ের কাজে বেশ কিছু দিন ছিলেন বিদেশে। সেখান থেকে মুম্বই ফিরেই অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ মেতেছেন দীপাবলি উৎসবে। সেই উপলক্ষে চিত্রাঙ্গদা বেছে নিয়েছিলেন সোনালি সিক্যুইনের কাজ করা, কাচ বসানো কালো রঙের শাড়ি এবং কাচ বসানো ব্লাউজ়। সঙ্গে ছিল সোনালি ঝুমকো। যে হেতু শাড়িটি এত জমকালো, তাই আলাদা করে কোনও গয়না পরার প্রয়োজন ছিল না। কপালে ছোট্ট টিপ, স্মোকি আই এবং ন্যুড লিপস্টিক, সামান্য সাজেই তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী।

দীপাবলির সাজে অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: সংগৃহীত।

আলোর উৎসবে শামিল অভিনেত্রী দিয়া মির্জা। উৎসবের জন্য তিনি বেছে নিয়েছিলেন গাঢ় ওয়াইন রঙের সারারা স্যুট। একরঙা সাবেক স্যুটে সোনালি জরি, চুমকির সূক্ষ্ম কাজ পোশাকটিতে আলাদা মাত্রা এনে দিয়েছিল। কানে ছিল ঝোলানো দুল। ‘ডিউয়ি’ মেকআপ এবং ন্যুড লিপস্টিকে সেজে দু’হাতে প্রদীপ নিয়ে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিলেন দিয়া।

Advertisement

স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে অভিনেতা আয়ুষ্মান খুরানা। ছবি: ইনস্টাগ্রাম।

দীপাবলির আনন্দে মেতে উঠেছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। সঙ্গে ছিলেন আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ এবং পরিবারের অন্য সদস্যেরাও। সোনালি জরির কাজ করা সাবেক কালো পাঞ্জাবি এবং ওই রঙের চোস্ত পাজামায় তাঁকেও মানিয়েছিল বেশ। তাহিরার পরনে ছিল কালো রঙের ব্রালেট, তার সঙ্গে মানানসই কালো-খয়েরি রঙের লেহঙ্গা।

মা নীনার সঙ্গে মাসাবা গুপ্ত। ছবি: ইনস্টাগ্রাম।

খুব সম্প্রতি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পোশাকশিল্পী মাসাবা গুপ্ত। মা হওয়ার পর এটিই তাঁদের প্রথম দীপাবলি। উৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন মাসাবার মা, অভিনেত্রী নীনা গুপ্ত।

ঘিয়ে রঙের পাড়হীন, ঘিচা-তসর শাড়ির সঙ্গে ওই রঙের নুডল স্ট্র্যাপ ব্লাউজ় পরেছিলেন নীনা। গলায় ছিল মানানসই চোকার এবং দুল। কপালে ছোট্ট টিপ, চোখে কাজল আর ‘নো মেকআপ’ লুকে স্নিগ্ধ নীনা। উৎসব উপলক্ষে মাসাবা বেছে নিয়েছিলেন লম্বা ঝুলের জমকালো পোশাক। সঙ্গে সোনালি জরি, চুমকি বসানো ভারী কাজের ওড়না। ছিমছাম সাজের অঙ্গ হিসাবে কানে ছিল ঝোলা দুল। সামান্য মেকআপ আর কপালে ছোট্ট টিপে নতুন মা মাসাবাকেও মানিয়েছিল বেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement