অনেকেই অনুষ্কার এই উজ্জ্বল ত্বকের রহস্য জানতে চান। ছবি: সংগৃহীত
অভিনেত্রী, প্রযোজক, স্ত্রী এবং মা— সব ভূমিকাতেই অনুষ্কা শর্মাকে সফল বলা চলে। বিয়েতে চিরাচরিত লাল শাড়ির বদলে হালকা গোলাপি লেহঙ্গায় নিজকে সাজানো হোক কিংবা ‘চাকদহ এক্সপ্রেস’-এ ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করার আগে পান্তা ভাত খেয়ে মনে-প্রাণে বাঙালি হয়ে ওঠা হোক— সব সময়েই খবরের শিরোনামে অনুষ্কা শর্মা। এত দায়িত্ব সামলেও ত্বকের যত্ন নিতে ভোলেন না অনুষ্কা। ৩৪ বছরেও তাঁর ত্বকে লালিত্যের ছাপ। পর্দার অভিনেতাদের নিয়ে সকলেরই কৌতূহল থাকে। তেমনই অনেকেই অনুষ্কার এই উজ্জ্বল ত্বকের রহস্য জানতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন সে কথা।
কোনও প্রসাধনী নয়, অনুষ্কার চকচকে মসৃণ ত্বকের পিছনে রয়েছে ঘরোয়া ফেসপ্যাকের কেরামতি। শুধু অনুষ্কা শর্মা নয়, ত্বক ভাল রাখতে আপনিও ব্যবহার করতে পারেন এই ঘরোয়া টোটকা। কী ভাবে বানাবেন এই ফেসপ্যাক?
ছবি: সংগৃহীত
একটি পাত্রে দু-চামচ নিম পাতার গুঁড়ো, এক চামচ টক দই, এক চামচ গোলাপ জল, অল্প পরিমাণ কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে তৈরি হওয়া মিশ্রণটি ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে নিন। অনুষ্কা সপ্তাহে ৩-৪ দিন এটি ব্যবহার করেন। আপনি চাইলে এক দিন অন্তর ত্বকে মাখতে পারেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।