প্রতীকী ছবি।
রেড ওয়াইন যে ত্বকের জন্য ভাল, তা বেশ চর্চিত। কিন্তু তাই বলেই সকলে ওয়াইন খেতে পছন্দ করেন না। কেউ কেউ ওয়াইন ভালবাসলেও শরীরের জন্য খান না। মেদ ঝরাতে চাওয়ার ফাঁদে মাসের পর মাস পড়েই থাকে বন্ধুর আনা ওয়াইনের বোতল। এ বার তা দিয়েই ত্বকের যত্ন নিন। ঘরে বানিয়ে ফেলুন একটি নতুন ধরনের ফেস প্যাক।
কী ভাবে বানাবেন রেড ওয়াইনের ফেস প্যাক?
প্রতীকী ছবি।
রেড ওয়াইন ছাড়াও এই ফেস প্যাক বানাতে সঙ্গে চাই দই এবং গ্রিন টি। এর বেশি আর কিছু লাগবে না। আধ কাপ গরম জলে গ্রিন টি-র একটি ব্যাগ ভিজিয়ে রাখুন। এক কাপ গ্রিন টি তৈরি হয়ে গেলেই হল। এর পর সেই কাপেই মিশিয়ে নিতে হবে দু’চামচ টক দই। আর দু’চামচ রেড ওয়াইন। সব ক’টি উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন। বেশ থকথকে হবে এই প্যাকটি।
উপকরণগুলি মিশে গেলেই প্যাক তৈরি। কিন্তু আধ ঘণ্টা এ ভাবে রেখে দিতে হবে। তার পর কিছু ক্ষণ রাখতে হবে ফ্রিজে।
রোজ কাজ থেকে ফিরে গরমকালে এই প্যাক কিছু ক্ষণ ভাল ভাবে মুখে মালিশ করে নিন। তার পর মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন।
গরমের ক্লান্তি তো দূর হবেই। সঙ্গে জেল্লাও ফিরবে ত্বকে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।