Durga Puja Fashion Tips

পুজোর সাজ হওয়া চাই আরামদায়ক অথচ তাতে থাকবে সাবেকি ছোঁয়াও, মনে করালেন ঋতাভরী

পুজোয় কী ভাবে সকলের মাঝে মধ্যমণি হবেন, তার হদিস দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। শারদোৎসব সাবেকি পোশাক ছাড়া বেমানান। অথচ ভিড়ের মধ্যে হাঁপ ধরে যাবে এমন সাজও চলবে না। তা হলে উপায়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ০৯:০০
Share:

পুজোর সাজে ধরা দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

চারিদিকে ইতিমধ্যেই পুজো পুজো রব উঠেছে। ঢাকে কাঠি পড়তে আর মাত্র ১১ দিন বাকি! পুজোর প্রস্তুতিও প্রায় শেষের পর্যায়। সেজে উঠছে শহরও। আপনার কেনাকাটাও কি শেষের দিকে? পুজোর ক’দিন কী ভাবে সাজবেন ভেবে ফেলেছেন? না কি কোন শাড়ির সঙ্গে কোন গয়না পরবেন, সেই নিয়ে এখনও চিন্তা করে যাচ্ছেন?

Advertisement

শারদোৎসব সাবেকি পোশাক ছাড়া বেমানান। অথচ ভিড়ের মধ্যে হাঁপ ধরে যাবে এমন সাজও চলবে না। পুজোর মণ্ডপে ঘুরতে ঘুরতে প্রাণ ভরে শ্বাস নেওয়াও প্রয়োজন। তা হলে কী ভাবে সাজা যায়? খোঁজ দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সাজপোশাক নিয়ে তাঁর চেয়ে বেশি স্বচ্ছন্দ টলিউ়ডে আর কে-ই বা আছেন? বিকিনি থেকে সনাতনী শাড়ি, সবেতেই তিনি সমান আত্মবিশ্বাসী। তাই তাঁর পুজোর সাজের টিপ্‌স পেলে সুবিধা হবে অনেক শৌখিনীদেরই।

সারা বছর খুব একটা খুব একটা চুড়িদার পরার সুযোগ হয় না। তাই দুর্গাপুজোয় সকালের সাজের জন্য ঋতাভরী বেছে নিলেন সাদা চুড়িদার। ষষ্ঠী কিংবা সপ্তমীর সকালের সাজে এমন হালকা কাজের চুড়িদার পরে আপনিও অনায়াসেই সকলের নজর কাড়তে পারেন। বিশেষ করে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোনোর জন্য এই সাজ আদর্শ।

Advertisement

ষষ্ঠী কিংবা সপ্তমীর সকালে সকলের নজর কাড়তে ঋতাভরী বেছে নিলেন সাদা চুড়িদার।

সাদা চুড়িদার জুড়ে নীল সুতোর নকসা করা। হালকা মেক আপ সঙ্গে ছোট কালো টিপ। কানে ঝোলা দুল আর হাতে বালা জোড়া, অক্সিডাইজ গয়নাতেই সেজে উঠেছেন নায়িকা। সঙ্গে পায়ে স্লাইডার্স। খোলা চুল আর এক গাল হাসিতে নায়িকার সাজ সত্যিই মুগ্ধ করে। সাজ আরামদায়ক হওয়া খুব জরুরি। সিন্থেটিক কাপড়ের পোশাক খুব একটা পছন্দ করেন না ঋতাভরী। তাই এমন হালকা চুড়িদার বেছে নিয়েছেন তিনি এ বারের পুজোর জন্য যা পরে গরমে কষ্ট না হয়।

খোলা চুল আর এক গাল হাসিতে নায়িকার সাজ সত্যিই মুগ্ধ করে।

প্রতিবারের মতো এ বারেও কিন্তু শাড়ির ফ্যাশনে ঢাকাই ভীষণ ‘ইন’। ঋতাভরীও কিন্তু পুজোয় অষ্টমীর সাজের জন্য বেছে নিয়েছেন একটি নীলচে সফ‌্ট জামদানি! নীল জামদানির সঙ্গে হলুদ ব্লাউজে দারুণ মানিয়েছে অভিনেত্রীকে।

নীল জামদানির সঙ্গে হলুদ ব্লাউজে অষ্টমীর সাজে দারুণ মানিয়েছে ঋতাভরীকে। 

অষ্টমীতে ব্যস্ততার অন্ত থাকে না অভিনেত্রীদের। আবার এই দিনের সাজে একটু জাঁকজমক না থাকলেও চলে না। তাই হালকা সাবেকী শাড়িই বেছে নিয়েছেন ঋতাভরী। কানে একটা আফগানি ঝোলা দুল আর হাতে রুপোর বালা। অষ্টমীতেও হালকা মেক আপই সেজে উঠতে চান অভিনেত্রী। চোখে মোটা করে আইলাইনার, গালে গোলাপি ব্লাশ আর হাইলাইটারের কেরমতিতেই জমে উঠেছে নায়িকার অষ্টমীর সাজ।

চোখে মোটা করে আইলাইনার, গালে গোলাপি ব্লাশ আর হাইলাইটারের কেরমতিতেই জমে উঠেছে নায়িকার অষ্টমীর সাজ।

নবমীর সাজের জন্য ঋতাভরী বেছে নিয়েছেন লাল রঙা সিল্ক! সাবেকি সাজেই নজর কেড়েছেন নায়িকা! লাল বেনারসি জুড়ে রুপোলি জড়ির ফুলেল কারুকাজ। সঙ্গে কুন্দনের গয়না।

নবমীর সাজের জন্য লাল রঙা সিল্ক শাড়িতেই নজর কেড়েছেন ঋতাভরী।

নবমীর রাতে এই সাজে সেজে উঠতে পারেন অপনিও। পুজোর শেষ দিনটা একটু বেশি সাজুগুজু করতেই মন চায়। তাই পুজোয় সবচেয়ে জমকালো শাড়িটিই ঋতাভরী বেছে রেখেছেন নবমীর জন্য। শাড়িতে ভারী কাজ হলেও ঋতাভরী কিন্তু একটা চোকার পরেছেন। ভারী কাজের শাড়ি পরলে ভারী গয়না পরা যায় না, এই ধারনা যে ভুল সেটা ঋতাভরীর নবমীর সাজেই স্পষ্ট!

পুজোয় সবচেয়ে জমকালো শাড়িটিই ঋতাভরী বেছে রেখেছেন নবমীর জন্য।

শাড়িতে ভারী কাজ হলেও ঋতাভরী কিন্তু একটা চোকার পরেছেন। ভারী কাজের শাড়ি পরলে ভারী গয়না পরা যায় না, এই ধারনা যে ভুল সেটা ঋতাভরীর নবমীর সাজেই স্পষ্ট!

ছবি: শিলাদিত্য দত্ত

সাজ: কিয়ারা সেন

রূপটান: পপি

কেশসজ্জা: অম্রপালী

স্থান সৌজন্য: ওয়েস্টইন কলকাতা, নোভোটেল কলকাতা

ব্যবস্থাপনা: মধুজা ভৌমিক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement