—প্রতীকী চিত্র।
রোদে ঘুরে ঘুরে কাজ করতে হয় সহেলিকে। ‘মেডিক্যাল রিপ্রেজ়েন্টেটিভ’দের কাজই এমন। রোদ-ঝড়-জল মাথায় করে এই হাসপাতাল ওই নার্সিংহোমে চিকিৎসকদের জন্য দৌড়ে বেড়াতে হয় তাঁকে। কাজের সুবিধা হবে বলে একটি স্কুটারও কিনেছেন সম্প্রতি। তাতে সময় খানিকটা বাঁচলেও রোদ থেকে ত্বক কিন্তু রক্ষা পায় না। এ দিকে আর ক’টাদিন পরেই বিয়ে। তার দু-তিন আগে সালোঁয় যাবেন ভেবেছেন। কিন্তু এত দিন ধরে রোদে পোড়া গায়ের কালচে দাগ তোলা সালোঁর কম্ম নয়। এক দিনে তা উধাও হয়ে যাবে, এমনটা আশাও করা যায় না। কিন্তু বিয়ের দিনও যদি ত্বকে এই ভাবে ‘ট্যান’ থেকে যায়, দেখতে মোটেই ভাল লাগবে না। আগে বিয়ের দিন ঠিক হওয়া থেকেই হবু কনের গায়ে ‘রূপটান’ করা শুরু হত। এখন এত সময় না থাকলেও ঘরোয়া উপায়ে রোদে পোড়া দাগ তুলে ফেলার বন্দোবস্ত করা যেতেই পারে।
কী ভাবে তৈরি করবেন এই উবটান?
উপকরণ
বেসন: ১ কাপ
চন্দন গুঁড়ো: ১ কাপ
দই: ১ কাপ
অ্যালো ভেরা জেল: ২ টেবিল চামচ
গুঁড়ো করা চিনি: ২ টেবিল চামচ
কফি পাউডার: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
লেবুর রস: ৩ টেবিল চামচ
মধু: ২ টবিল চামচ
পদ্ধতি
১) সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
২) খুব ঘন হয়ে গেলে আরও একটু দই মিশিয়ে নিতে পারেন।
৩) স্নানের আগে মিনিট ১৫-২০ এই প্যাক মেখে রেখে দিন।
৪) একটু শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে নিন।
৫) উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।