অনলাইনে কেনাকাটা কি নেশার পর্যায়ে চলে গিয়েছে?
নেটমাধ্যমে এখন কী না পাওয়া যায়! বেনারসি শাড়ি থেকে হাওয়াই চটি, বিলিতি কফি থেকে আলপিন— কম্পিউটারের সামনে বসলেই হল। দিন দুয়েকে পছন্দের জিনিস হাজির হয়ে যাবে বাড়িতে। অতিমারির জেরে লকডাউনের সময়ে এই দ্ধতিতে কেনাকাটার অভ্যাস আরও বেড়ে গিয়েছে। অনেকেই জানিয়েছেন, এর জেরে বাড়তি জিনিস কিনে ফেলার প্রবণতাও দেখা দিয়েছে তাঁদের মধ্যে।
অনলাইন কেনাকাটা খানিকটা নেশার পর্যায় চলে যাচ্ছে কি না, কী দেখে বুঝবেন সে কথা?
এমন সব প্রবণতা বলে দিতে পারে, অনলাইন কেনাকাটা আর ভাল লাগা নয়, নেশার পর্যায় পৌঁছে গিয়েছে। সে ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন।