Zoo

Cute Video: পড়ে গিয়েছিল খাঁচার ভিতর, শুঁড়ে পেঁচিয়ে খুদের জুতো ফিরিয়ে দিল হাতি

নেটমাধ্যমে ঝড় তোলা ওই ভিডিয়োটি চিনের শানডং অঞ্চলের। ভিডিয়োতে একটি হাতিকে দেখা যাচ্ছে শুঁড় দিয়ে পেঁচিয়ে একটি জুতো তুলে আনতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৩:২০
Share:

হাতির বুদ্ধি! ছবি: সংগৃহীত।

হাতির বুদ্ধিমত্তা অন্য অনেক প্রাণীর থেকেই বেশি। সাম্প্রতিক একটি ভিডিয়োতে ফের এক বার তার নিদর্শন দেখা গেল। ভিডিয়োটিতে একটি হাতিকে দেখা যাচ্ছে শুঁড় দিয়ে পেঁচিয়ে একটি জুতো তুলে আনতে।

Advertisement

নেটমাধ্যমে ঝড় তোলা ওই ভিডিয়োটি চিনের শানডং অঞ্চলের। ভিডিয়োটি কোনও একটি চিড়িয়াখানার। একটি ঘেরা জায়গায় কয়েকটি হাতি ছিল। হাতি দেখতে এসেছিলেন বেশ কিছু মানুষ। দর্শনার্থীদের মধ্যে ছিল এক শিশুও। হাতি দেখতে দেখতে আচমকাই তার এক পায়ের জুতো পড়ে যায় হাতি থাকার ঘেরা জায়গার মধ্যে। দর্শনার্থীরা যখন ভাবছেন জুতো আর পাওয়া যাবে না, তখনই চমক। সবাইকে হতবাক করে এগিয়ে আসে একটি হাতি। হাতিটি শুঁড় দিয়ে পেঁচিয়ে পড়ে থাকা জুতোটি ফিরিয়ে দেয় শিশুটিকে। তবে শিশুটিও কিন্তু কৃতজ্ঞতা জানাতে ভোলেনি। জুতো পেয়ে হাতিটিকে কিছু ঘাস খেতে দেয় সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement