cats

Tinder: চাই স্থায়ী ঠিকানা, কুকুর-বিড়ালের জন্য ‘টিন্ডার’ খুলল আমেরিকা

পোষ্যকে ভাল মালিক এবং মালিককে তাঁর পছন্দের পোষ্য খুঁজে দিতে অভিনব উদ্যোগ আমেরিকার পুলিশ প্রশাসনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১০:৫৩
Share:

পুলিশের উদ্যোগের প্রশংসায় নেটিজেনরা। প্রতীকী চিত্র।

পোষ্য নিতে চান, অথচ কাছেপিঠে কোথাও তাদের পাচ্ছেন না। এমন পশুপ্রেমীদের সাহায্যের জন্য আমেরিকায় খোলা হল ডেটিং অ্যাপ! আমেরিকার পুলিশের উদ্যোগে তৈরি সাইটে ঢুকলে এক দল কুকুর এবং বিড়ালের দেখা পাওয়া যাবে। তাদের কারও সঙ্গে ‘ম্যাচ’ করতে চাইলে শুধু একটা ডান দিকে ‘সোয়াইপ’।

Advertisement

ফ্লোরিডার ব্রেভার্ড কান্ট্রি শেরিফের অফিস এই ওয়েবসাইটটি এনেছে। পোষ্যদের স্থায়ী ঠিকানা দিতে এবং তাঁদের জন্য সবচেয়ে ভাল মালিক খুঁজে পাওয়াই তাঁদের লক্ষ্য। ‘টিন্ডার’-এর আদলে তৈরি এই সাইট থেকে নিজের পছন্দের পোষ্যকে দত্তক নেওয়া যাবে। আর কুকুর-বিড়ালরা পাবে এক জন ভাল মালিক।

এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ পশুপ্রেমী সংগঠন থেকে সাধারণ মানুষ। বাড়িতে নতুন সদস্য আনার জন্য কয়েকজন ওই সাইটে ঢুঁ মারা শুরু করেছেন। তবে কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছেন এই অ্যাপের সঙ্গে সমনামী ডেটিং অ্যাপের কোনও সম্পর্ক নেই।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement