ম্যাগি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মহিলা। প্রতীকী চিত্র।
ম্যাগিতে টম্যাটো মিশিয়ে খাওয়ার পরে বমি। এবং তার পরে মৃত্যু! মুম্বইয়ে ২৭ বছরের এক যুবতীর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানিয়েছে পুলিশ।
মুম্বইয়ের পাস্কালওয়াড়ি এলাকার বাসিন্দা জনৈরা রেখা নিশাদ। গত ২১ জুলাই সান্ধ্যভোজনে বাড়িতে ম্যাগি বানিয়ে খেয়েছিলেন। সেই খাবার খাওয়ার একটু পরেই বমি করতে থাকেন তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, ম্যাগিতে বিষাক্ত টম্যাটো মিশিয়ে খাবার পরই এই দুর্ঘটনা হয়। পুলিশের দাবি, টিভি দেখতে দেখতে অসাবধানবশত নিজেরই রাখা বিষাক্ত টম্যাটো খাবারে মিশিয়ে খান তিনি।
পুলিশ জানিয়েছে, ওই টম্যাটোর মধ্যে ইঁদুর মারার বিষ ছিল। সম্ভবত সেটা নিজেই রেখেছিলেন রেখা। কিন্তু ভুল করে সেটাই খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ যুবতীকে তড়িঘড়ি স্থানীয় হাপাতালে ভর্তি করেন তাঁর স্বামী। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।