dating app

ডেটিং অ্যাপে ৪ ঘণ্টাতেই বাড়তে পারে অনুরাগী! কী ভাবে সম্ভব? টোটকা দিলেন এক মডেল

অনুরাগীর সংখ্যাও কয়েক লক্ষ। তবে শুধু ইনস্টাগ্রাম, ফেসবুক নয়, ডেটিং অ্যাপেও তাঁর সমান জনপ্রিয়তা। জানালেন তার রহস্য।

Advertisement

None

কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৬:৪৯
Share:

ডেটিং অ্যাপে তাঁর অনুরাগীর সংখ্যা ইতিমধ্যে ১০ হাজার ছাড়িয়েছে। ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে মনের মতো সঙ্গী পাওয়া সব সময়ে সম্ভব হয় না। কিন্তু এ বিষয়ে অনেকের থেকেই এগিয়ে রয়েছেন পেশায় মডেল বেইলি আইলিশ। সমাজমাধ্যমে তিনি জনপ্রিয় মুখ। ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যাও কয়েক লক্ষ। তবে শুধু ইনস্টাগ্রাম, ফেসবুক নয়, ডেটিং অ্যাপেও তাঁর সমান জনপ্রিয়তা।

Advertisement

ডেটিং অ্যাপে তাঁর অনুরাগীর সংখ্যা ইতিমধ্যে ১০ হাজার ছাড়িয়েছে। বিভিন্ন জায়গা এবং পেশার মানুষের সঙ্গে তাঁর প্রোফাইল মিলে গিয়েছে। সেটাও হয়েছে মাত্র ৪ ঘণ্টার মধ্যে। এটা দেখে অবশ্য অবাক হয়েছেন অনেকে। কারণ এটা একেবারেই অসম্ভব একটি ব্যাপার। ৪ বছরেও অনেক সময়ে এতগুলি ‘ম্যাচ’ পাওয়া যায় না। বেইলি কোন কৌশল নিয়ে ডেটিং অ্যাপেও অনুরাগীর সংখ্যা বাড়িয়েছেন, তা জানতে চেয়েছেন অনেকেই। সম্প্রতি বেইলি একটি ভিডিয়োর মাধ্যমে সেই কৌশল জানিয়েছেন।

বেইলি জানিয়েছেন, ডেটিং অ্যাপে প্রোফাইল আকর্ষণীয় করে তোলার প্রথম শর্ত হল নিজের সম্পর্কে কতটা বিস্তারিত তথ্য দিচ্ছেন। কখনও কখনও ব্যক্তিজীবনও তুলে ধরা প্রয়োজন। বেইলি যে উভকামী, সেটাও তিনি উল্লেখ করেছেন।

Advertisement

পরের শর্তটি হল আকর্ষণীয় ছবি। এমন ছবি দিতে হবে যাতে বেশির ভাগের মনে ধরে। বেইলি নিজেও ডেটিং অ্যাপে চোখধাঁধানো ছবি দিয়েছেন। তা দেখেই নাকি অনেকে তাঁকে প্রেমপ্রস্তাব পাঠিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement