Bizarre

সঞ্চিত অর্থ চিমনিতে রেখে ভুলে গিয়েছিলেন এক ব্যক্তি, সেই ভুলের মাসুল গুনতে হল ১৮ লক্ষ পুড়িয়ে

চোরের ভয়ে টাকা লুকিয়ে রেখেছিলেন চিমনির মধ্যে। কাউকে জানানোর কথাও মনে ছিল না। তার পর কী হল?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৯:৫২
Share:

চোরের উপর বাটপারি। ছবি- প্রতীকী

চোরের উপদ্রব বেড়েছে রোমে। তাই নিজের সঞ্চিত অর্থ গচ্ছিত রেখেছিলেন চিমনির মধ্যে। কিন্তু বিপত্তি হল স্ত্রীকে না জানিয়ে। বেহাত হওয়ার ভয়ে নিজের সব নথিপত্র এবং ২০ হাজার ইউরো লুকিয়ে রেখেছিলেন চিমনির মধ্যে ওই ব্যক্তি। ভারতীয় অঙ্কে মূল্যের পরিমাণ প্রায় ১৮ লক্ষ টাকা।

Advertisement

বড়দিনের রাতে জাঁকিয়ে ঠান্ডা পড়ায় ওই ব্যক্তির স্ত্রী চিমনিতে আগুন ধরিয়ে দেন। কাঠের টুকরোর সঙ্গে জ্বলতে শুরু করে ওই সব নথিপত্রও। পরে তিনি বলেন, “যত ক্ষণে বাড়ি এসে পৌঁছলাম, দেখলাম অর্ধেক পুড়ে ছাই হয়ে গিয়েছে।”

ওই ব্যক্তি আরও বলেন, “ঘরের অন্যান্য জায়গার চেয়ে চিমনির ভিতর নথিপত্র এবং টাকা রাখা বেশি নিরাপদ বলে মনে হয়েছিল। যেহেতু চিমনিটি দীর্ঘ দিন যাবৎ ব্যবহার করা হয়নি, তাই সেখানে কারও হাত পড়ার কথা নয়। কিন্তু রাখার পর সেই কথা স্ত্রীকে না জানানো একেবারেই উচিত হয়নি।”

Advertisement

প্রতি বছর শীত পড়ার আগে চিমনি পরিষ্কার করে রাখা হয়। কিন্তু এই বছর তা করা সম্ভব হয়নি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement