Marriage

ওষুধ কিনতে বেরিয়ে আর ফেরেননি, চারটি রাজ্যে মোট ছ’জন স্ত্রী! ধরিয়ে দিলেন এক বৌয়ের ভাই

অভিযুক্ত ছটু পুলিশের কাছে স্বীকার করেন যে, চারটি রাজ্যে তাঁর মোট ছ’জন স্ত্রী আছে। পুলিশ সূত্রে জানা যায়, সব স্ত্রীর সঙ্গেই সন্তান রয়েছে ছোটুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৫:৪২
Share:

পুলিশের কাছে অভিযুক্ত ছটু স্বীকার করেন যে চারটি রাজ্যে তাঁর মোট ছ’টি বৌ আছে। ছবি: সংগৃহীত।

চার রাজ্যে মোট ছ’টি বিয়ে করেছেন ছোটু। শেষমেশ এক শ্যালকের কাছে ধরা পড়ে ফাঁস হল কীর্তি! বিহারের জামুই রেল স্টেশনে অন্য এক মহিলার সঙ্গে নিজের জামাইবাবুকে দেখে চমকে যান শ্যালক! জামাইবাবুর কুকীর্তি হাতেনাতে ধরে পুশিশের কাছে অভিযোগ জানান তিনি।

Advertisement

পুলিশের কাছে অভিযুক্ত ছটু স্বীকার করেন যে চারটি রাজ্যে তাঁর মোট ছ’টি বৌ আছে। ছটু প্রথমে পুলিশকে জানায়, প্রথম বৌয়ের সঙ্গে তাঁর চারটি সন্তান। আর এক বৌ যিনি তাঁকে ছেড়ে চলে গিয়েছেন, তাঁর সঙ্গেও ছোটুর দু’টি সন্তান রয়েছে।

ছোটু কুমার বারহাট থানার অন্তর্গত জাভাতরি গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় তার স্ত্রী মঞ্জুর ভাই বিকাশ কলকাতা যাওয়ার জন্য জামুই স্টেশনে আসেন। সেখানেই ছোটুকে অন্য কোনও মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে তিনি তাঁর পরিবারকে গোটা বিষয়টি জানান।

Advertisement

স্ত্রী মঞ্জুর মা (ছোটুর শাশুড়ি) কোবিয়া দেবী পুলিশকে জানান, ২০১৮ সালে তাঁর মেয়েকে ছোটু বিয়ে করে এবং তাঁদের দুটি সন্তানও রয়েছে। প্রায় দেড় বছর আগে ওষুধ কেনার অজুহাতে ছোটু বাড়ি থেকে বেরোয়, তার পর আর ফেরে না।

ছোটু কুমার বারহাট থানার অন্তর্গত জাভাতরি গ্রামের বাসিন্দা। ছবি: সংগৃহীত।

চার রাজ্যে মোট ছ’টি বিয়ে করেছেন ছোটু। শেষমেশ এক শ্যালকের কাছে ধরা পড়ে ফাঁস হল কীর্তি! বিহারের জামুই রেল স্টেশনে অন্য এক মহিলার সঙ্গে নিজের জামাইবাবুকে দেখে চমকে যান শ্যালক! জামাইবাবুর কুকীর্তি হাতেনাতে ধরে পুশিশের কাছে অভিযোগ জানান তিনি।

পুলিশের কাছে অভিযুক্ত ছটু স্বীকার করেন যে চারটি রাজ্যে তাঁর মোট ছ’টি বৌ আছে। ছটু প্রথমে পুলিশকে জানায়, প্রথম বৌয়ের সঙ্গে তাঁর চারটি সন্তান। আর এক বৌ যিনি তাঁকে ছেড়ে চলে গিয়েছেন, তাঁর সঙ্গেও ছোটুর দু’টি সন্তান রয়েছে।

ছোটু কুমার বারহাট থানার অন্তর্গত জাভাতরি গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় তার স্ত্রী মঞ্জুর ভাই বিকাশ কলকাতা যাওয়ার জন্য জামুই স্টেশনে আসেন। সেখানেই ছোটুকে অন্য কোনও মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে তিনি তাঁর পরিবারকে গোটা বিষয়টি জানান।

স্ত্রী মঞ্জুর মা (ছোটুর শাশুড়ি) কোবিয়া দেবী পুলিশকে জানান, ২০১৮ সালে তাঁর মেয়েকে ছোটু বিয়ে করে এবং তাদের দুটি সন্তানও রয়েছে। প্রায় দেড় বছর আগে ওষুধ কেনার অজুহাতে ছোটু বাড়ি থেকে বেরোয়, তার পর আর ফেরে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement