শপিং করতে কার না ভাললাগে? কিন্তু শপিং কি আপনাকে নেশাগ্রস্ত করে দেয়? দোকানে গেলেই কিছু না কিছু কিনে ফেলেন? সত্যিই যদি শপিংয়ে আপনি অ্যাডিক্টেড হয়ে পড়েন তা হলে কিন্তু চিন্তার বিষয়। হতে পারে আপনি শপাহোলিক রোগে আক্রান্ত। কিন্তু কী ভাবে বুঝবেন আপনি আদৌ এই রোগের শিকার কি না? জানতে চোখ রাখুন গ্যালারিতে।
আরও পড়ুন: যে ১০ কথা ডিভোর্সের পর সব মহিলাকেই শুনতে হয়