Piercing Tips

খুদের কান ফুটো করানোর কথা ভাবছেন? কোন ৭ ভুল ভুলেও করবেন না

খুব ছোট বয়সে শিশুদের ত্বক খুবই কোমল থাকে, তাই তাদের সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাই শিশুর কান ফুটো করানোর সময়ে কয়েকটি বিষয় মনে রাখা অবশ্যই উচিত, জেনে নিন কী কী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২৪ ০৯:৫৬
Share:

শিশুর কান ফুটো করানোর সময় কী কী মাথায় রাখবেন? ছবি: সংগৃহীত।

বহু বাবা-মা তাঁদের সন্তানের কান ছোট বয়সেই ফুটো করিয়ে দেন। বাবা-মা কখন তাঁদের সন্তানের কানে ফুটো করাবেন সেটা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে খুব ছোট বয়সে শিশুদের ত্বক খুবই কোমল থাকে, তাই তাদের সংক্রমণের ঝুঁকি থেকে যায়। সুতরাং শিশুর কান ফুটো করানোর সময়ে কয়েকটি বিষয় মনে রাখা অবশ্যই উচিত, জেনে নিন কী কী?

Advertisement

১) অভিজ্ঞ কাউকে দিয়েই শিশুর কান ফুটো করানো উচিত। বাড়িতে কখনওই এই কাজ করাবেন না।

২) শিশুর বয়স এক বছর পেরিয়ে যাওয়ার পরেই ওর কান ফুটো করান। এ সব বিষয় খুব তাড়াহুড়ো না করাই ভাল।

Advertisement

৩) কানে ফুটো করানোর পরেই লতিতে যে দুলটি পরাবেন সেটি অন্তত ছ’সপ্তাহ বদলাবেন না। দুলের বদলে সরু নিমের কাঠিও গুঁজে রাখতে পারেন, তাতে কানে সংক্রমণের আশঙ্কা কমে। কান ফুটো করানোর পর শিশু যেন বার বার কানে হাত না দেয় সেই দিকে লক্ষ রাখুন।

৪) শিশুর কান ফুটো করার পরে লেবু জাতীয় ফল বেশি করে খেতে দেওয়া উচিত। ভিটামিন সি ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে দেবে।

৫) শিশুর যদি কোনও খাবারে অ্যালার্জির সমস্যা হয়, তা হলে কানে ফুটো করানোর পরে সেই সব খাবার কোনও ভাবেই খাওয়ানো যাবে না।

৬) শিশুর বড় চুল হলে প্রথম ক’দিন চুল বেঁধে রাখুন সব সময়ে, নইলে চুল জড়িয়ে কানে ব্যথা লাগতে পারে।

৭) কান ফোটানোর পর বেশ কিছু দিন শিশুকে স্নান করাতে হবে একটু সতর্ক হয়ে। এই সময় খুদেকে গরম জলে স্নান না করানোই ভাল। স্নানের সময় যেন কানে জল না লাগে, সে দিকে সতর্ক দৃষ্টি রাখুন। এই সময় শিশুকে সাঁতার কাটতেও দেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement