কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অসহ্য যন্ত্রণা হতে পারে।
মাঝে মাঝে পায়ে ঝিঁঝিঁ ধরে।
কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত মাঝে মধ্যেই অবশ হয়ে যাওয়া।
হাঁটতে গেলে অসহ্য ব্যথা হতে পারে। আর হাঁটার পরেই ব্যথা বেড়ে যায়।
যন্ত্রণার চোটে পায়ে জ্বালাপোড়া ভাব অনূভূত হওয়া।
অনেক সময় ব্যথাটা কোমর থেকে নিতন্বের কাছে সরে যেতে পারে।
এক জায়গায় বসে থাকার পর হঠাৎ করে উঠতে গেলে মাংসপেশীতে টান ধরে যাওয়া।