Raksha Bandhan

আসছে রাখি, জেনে নিন ৫ গিফট আইডিয়া

এসে গেল বছরের সেই উত্সব। ভাইয়ের হাতে রাখি বেঁধে গিফট দেওয়ার পালা, আবার বড় দাদার থেকে গিফট পাওয়ার পালা। অনেকেরই এখন ভাই-বোন অন্য শহরে থাকেন বলে অনলাইনেই চলে রাখি, গিফট দেওয়া নেওয়ার পালা। জেনে নিন কিছু গিফটের আইডিয়া।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১০:০৫
Share:
০১ ০৬

এসে গেল বছরের সেই উত্সব। ভাইয়ের হাতে রাখি বেঁধে গিফট দেওয়ার পালা, আবার বড় দাদার থেকে গিফট পাওয়ার পালা। অনেকেরই এখন ভাই-বোন অন্য শহরে থাকেন বলে অনলাইনেই চলে রাখি, গিফট দেওয়া নেওয়ার পালা। জেনে নিন কিছু গিফটের আইডিয়া।

০২ ০৬

মিল ভাউচার: ভাই বা বোন যদি খেতে ভালবাসে তা হলে তো কথাই নেই। ফুডি ভাই-বোনকে খুশি করতে পেটপুজোর থেকে ভাল আর কী হতে পারে! ওর হাতে তুলে দিন পছন্দের রেস্তোরাঁর মিল ভাউচার।

Advertisement
০৩ ০৬

জামা কাপড়: পুজো আসছে। সেই কথা মাথায় রেখে ভাই-বোনের ওয়ার্ডরোব ভরিয়ে তুলতে দিতে পারেন ওর পছন্দের শার্ট, জিন্স বা টি-শার্ট, ড্রেস, কুর্তি, টপ।

০৪ ০৬

অ্যাক্সেসরিজ: স্টাইলিশ ভাই-বোনকে দিতে পারেন লেটেস্ট ফ্যাশনের সানগ্লাস, পার্স, ঘড়ি, ব্রেসলেট বা বেল্ট।

০৫ ০৬

ইলেকট্রনিক গ্যাজেট: যদি আপনার ভাই গ্যাজেটপ্রেমী হয় তা হলে ভাল কোনও ইয়ারফোন, গুগল ওয়াচ দিতে পারেন। ফিটনেস ফ্রিক বোনের জন্য ফিটনেস ট্র্যাকার হতে পারে সেরা গিফট।

০৬ ০৬

সাবস্ক্রিপশন: আপনার ভাই বা বোন কি সিনেমার পোকা? তা হলে কিনে দিতে পারেন এক মাসের নেটফ্লিক্স বা অন্য কিছুর সাবস্ক্রিশন। খুশি হয়ে লুফে নেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement