এসে গেল বছরের সেই উত্সব। ভাইয়ের হাতে রাখি বেঁধে গিফট দেওয়ার পালা, আবার বড় দাদার থেকে গিফট পাওয়ার পালা। অনেকেরই এখন ভাই-বোন অন্য শহরে থাকেন বলে অনলাইনেই চলে রাখি, গিফট দেওয়া নেওয়ার পালা। জেনে নিন কিছু গিফটের আইডিয়া।
মিল ভাউচার: ভাই বা বোন যদি খেতে ভালবাসে তা হলে তো কথাই নেই। ফুডি ভাই-বোনকে খুশি করতে পেটপুজোর থেকে ভাল আর কী হতে পারে! ওর হাতে তুলে দিন পছন্দের রেস্তোরাঁর মিল ভাউচার।
জামা কাপড়: পুজো আসছে। সেই কথা মাথায় রেখে ভাই-বোনের ওয়ার্ডরোব ভরিয়ে তুলতে দিতে পারেন ওর পছন্দের শার্ট, জিন্স বা টি-শার্ট, ড্রেস, কুর্তি, টপ।
অ্যাক্সেসরিজ: স্টাইলিশ ভাই-বোনকে দিতে পারেন লেটেস্ট ফ্যাশনের সানগ্লাস, পার্স, ঘড়ি, ব্রেসলেট বা বেল্ট।
ইলেকট্রনিক গ্যাজেট: যদি আপনার ভাই গ্যাজেটপ্রেমী হয় তা হলে ভাল কোনও ইয়ারফোন, গুগল ওয়াচ দিতে পারেন। ফিটনেস ফ্রিক বোনের জন্য ফিটনেস ট্র্যাকার হতে পারে সেরা গিফট।
সাবস্ক্রিপশন: আপনার ভাই বা বোন কি সিনেমার পোকা? তা হলে কিনে দিতে পারেন এক মাসের নেটফ্লিক্স বা অন্য কিছুর সাবস্ক্রিশন। খুশি হয়ে লুফে নেবে।