এক ঝলক দেখলে মনে হবে একটা পাখি যেন পোশাকে এসে ডানা মেলে বসেছে, কিংবা বাগান থেকে সদ্য ফোটা গোলাপ তুলে এনে লাগিয়ে দেওয়া হয়েছে। ফুল, পাখি, প্রজাপতির থ্রিডি মোটিফ এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে, যার পোশাকি নাম স্কাল্পচার ইম্প্রেশন। মেট গালায় এ বার সবচেয়ে চর্চিত স্কাল্পটেড ফ্যাশন। এ বারের থিম ছিল গার্ডেন অব টাইম, স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকনিং। স্কাল্পটের ক্ষেত্রে প্রকৃতিই প্রাধান্য পাচ্ছে এখন। নানা ধরনের ফুল, পাতা, পাখি, পতঙ্গের বড় বড় এমবেলিশমেন্ট দেখা গেল সেলেবদের পোশাকে।
ফ্যাশনে স্কাল্পচার ইম্প্রেশন
পোশাক শিল্পে স্কাল্পচারাল ফ্যাশন আগেও ছিল। প্রথাগত গড়নের বদলে অন্য ধরনের স্ট্রাকচার গুরুত্ব পায় এখানে। তবে ত্রিমাত্রিক প্রাকৃতিক মোটিফ— স্কাল্পচার ইম্প্রেশনের নতুন ধারা। পোশাকে নানা ধরনের মোটিফ বা এমবেলিশমেন্টের ব্যবহার হয়েই থাকে। কিন্তু তা সেলাই করে পুরোপুরি বসিয়ে দেওয়া হয়। স্কাল্পটের ক্ষেত্রে ডিজ়াইনটা জীবন্ত মনে হয়। পোশাকটাই যেন একটা বাগান, কিংবা এক ঝাঁক পাখি বসে আছে... এমনই ছবি তৈরি করে এই ডিজ়াইন।
স্কাল্পট ফ্যাশনে নজর কাড়লেন যাঁরা
এই ফ্যাশনের শরিক হবেন কী ভাবে?
মঞ্চের ফ্যাশন সব সময়েই লার্জার দ্যান লাইফ। তাই রোজকার জীবনে এর সরাসরি প্রয়োগ সম্ভব হয় না। তবে বড় এমবেলিশমেন্ট বা মোটিফ এখন ট্রেন্ডিং। আপনার প্যাস্টেল শেডের পোশাকের কাঁধের কাছে যদি একই রঙের ফুলের থ্রিডি মোটিফ থাকে, তা হলে পোশাকটি আলাদা মাত্রা পাবে। কিংবা জ্যাকেটের কলারটা তৈরি বড় বড় পাতার আকারে। শাড়ির সঙ্গে বেল্ট এখন জনপ্রিয়। সেই বেল্টে এমবেলিশমেন্ট থাকলে আকর্ষক লাগবে। প্লিটেড স্কার্টের সঙ্গে যে টপ পরছেন, তাতে প্রজাপতি কিংবা ময়ূরের থ্রিডি মোটিফ থাকলে আপনিও স্কালপ্টেড ফ্যাশনের শরিক হবেন।
বো, হার্ট বা কোনও জ্যামিতিক নকশা ব্যবহার করা যায়। তবে প্রকৃতিজাত বস্তুর মোটিফকেই প্রাধান্য দিচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। এই ধরনের সাজের ক্ষেত্রে মেকআপ হালকা রাখাই ভাল। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাকসেসরি নিন। তবে ট্রেন্ডিং বলেই অনুকরণ করবেন না। নিজের ব্যক্তিত্ব, স্বাচ্ছন্দ্য বুঝে পোশাক নির্বাচন করুন।