একদা এইসব রাজপ্রাসাদই আজ লাক্সারি হোটেল

এক রাজার ছিল সাত রানি। হাতিশালে হাতি, ঘোড়়াশালে ঘোড়া, পাইক-পেয়াদা আরও কত্ত কী! রূপকথার এই সব গল্প দিয়েই সাজানো ছিল আমাদের শৈশব। রাজপ্রাসাদ মানেই বি?বিশাল দালান, অট্টালিকা, হ্রদের স্বচ্ছ জল। তেমন বাড়িতে কী আর আমাদের মতো সাধারণ মানুষ থাকতে পারে। পারে বৈকি। চাইলে আপনিও পারেন। সেই রাজার আজ না থাকলেও রয়ে গিয়েছে খাঁ খাঁ রাজপ্রাসাদ। সেই সব রাজপ্রাসাদই আজ ভারতের দারুণ সব লাক্সারি হোটেল। জেনে নিন ভারতের তেমনই কিছু প্রাসাদ হোলেটের কথা। যেখানে আপনিও হতে পারেন দু’দিনের রাজা।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ২১:১৯
Share:

ব্রিটিশ কায়দায় তৈরি উটির ফার্নহিল প্রাসাদ।

এক রাজার ছিল সাত রানি। হাতিশালে হাতি, ঘোড়়াশালে ঘোড়া, পাইক-পেয়াদা আরও কত্ত কী! রূপকথার এই সব গল্প দিয়েই সাজানো ছিল আমাদের শৈশব। রাজপ্রাসাদ মানেই বি?বিশাল দালান, অট্টালিকা, হ্রদের স্বচ্ছ জল। তেমন বাড়িতে কী আর আমাদের মতো সাধারণ মানুষ থাকতে পারে। পারে বৈকি। চাইলে আপনিও পারেন। সেই রাজার আজ না থাকলেও রয়ে গিয়েছে খাঁ খাঁ রাজপ্রাসাদ। সেই সব রাজপ্রাসাদই আজ ভারতের দারুণ সব লাক্সারি হোটেল। জেনে নিন ভারতের তেমনই কিছু প্রাসাদ হোলেটের কথা। যেখানে আপনিও হতে পারেন দু’দিনের রাজা।

Advertisement

আরও পড়ুন: ভারতীয় পাসপোর্ট আছে? তাহলে ভিসা ছাড়াই যেতে পারেন এই ১৫ দেশে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement