শেভিং: গরম কালে নিয়মিত শেভ করুন। মুখে, বাহুমূল, হাত, পায়ে যত কম লোম থাকবে তত ঘাম কম হবে। গরমও কম লাগবে।
কলকাতার গরম মানেই প্যাচপ্যাচে ঘাম। এই স্নান করে বেরোলেন, এই আবার পুরো ঘামে স্নান। এতে এনার্জি কমে গিয়ে যেমন কষ্ট হয়, তেমনই কর্মক্ষমতাও কমতে থাকে। এই টিপ্স মেনে চললে গরমে ঘাম কম হবে।
আরও পড়ুন: এই গরমে রাস্তায় বেরোলে ব্যাগে এগুলো রাখবেনই