পুজোর মাস শেষ হয়ে গেছে। কালীপুজো, ভাইফোঁটাও চলে গেছে। উল্টো-পাল্টা খাওয়া দাওয়া ছেড়ে আবার নিজের রুটিনে ফিরে এসেছেন। নিয়মিত অফিস, খাওয়া-দাওয়া সবই চলছে। কিন্তু তা সত্ত্বেও অ্যাসিডিটির সমস্যা এড়াতে পারছেন না? সঙ্গে বুক জ্বালা, হজমের সমস্যা? তাহলে অবশ্যই হচ্ছে আপনার বদভ্যাস্র কারণে। জেনে নিন এমনই ১০ কারণ যার জন্য অ্যাসিডিটির সমস্যা হয় আমাদের।
আরও পড়ুন: রোজ রেড ওয়াইন খেলে এই ৯ সমস্যা নিয়ে ভাবতেই হবে না