Job

সুযোগ আসবেই, কিন্তু অন্য ভাবে

বিভিন্ন কাজের জায়গাতেই বিরাট বিবর্তন এসেছে। কাজের ধরনেও আসতে চলেছে পরিবর্তন।

Advertisement

কল্যাণ কর

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ০০:০১
Share:

প্রযুক্তির কারণে আমাদের পৃথিবীটা এখন এমনিতেই ছোট হয়ে গিয়েছে। সুদূর আমেরিকায় থাকা বন্ধু বা আত্মীয়ের সঙ্গে কথা বলা থেকে বাড়িতে বসেই বিদেশি কোনও প্রতিষ্ঠানের ক্লাস অনলাইনে করা— আজ সবই সম্ভব হচ্ছে এর কারণে। বলতে বাধা নেই যে, আমরা চাই বা না চাই, ধীরে ধীরে সকলেই প্রযুক্তি-নির্ভর হয়ে পড়ছি। কিন্তু এই অতিমারি যেন এক ঝটকায় সেই নির্ভরতাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যেমন, অনেককেই এখন বাড়ি থেকে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে হচ্ছে। অতিমারির আগে পর্যন্ত কাজের এই ধরনটি আমাদের কাছে সে ভাবে পরিচিত না হলেও এখন সেটাই বাস্তব।

Advertisement

এই মুহূর্তে দেখা যাচ্ছে, বিভিন্ন কাজের জায়গাতেই বিরাট বিবর্তন এসেছে। কাজের ধরনেও আসতে চলেছে পরিবর্তন। তুমি কোনও কাজে দক্ষ হতেই পারো, কিন্তু আগামী দিনে শুধু সেই দক্ষতার উপরে ভর করেই উন্নতি করা যাবে না। তার একটা বড় কারণ, আজকের দিনে আমাদের কাজের প্রক্রিয়াটাই অনেক বেশি বিশ্বায়িত হয়ে উঠেছে। এই দেশের কাজ ওই দেশের মানুষ করে দিচ্ছেন। তার ফলে আমাদের আরও অনেক কিছু শিখতে হবে, ঠিকঠাক ভাবে কাজগুলো করতে হলে। যেমন, যে দেশের সংস্থার জন্য তুমি কাজ করছ, সেখানকার কাজের ধরন, কর্মসংস্কৃতি, আইনকানুন সম্পর্কে তোমাকে জানতে হতে পারে। তাতে কাজের ক্ষেত্রে যেমন সুবিধে হবে, তেমনই তোমার সামনে এনে দেবে নতুন সুযোগও। অর্থাৎ, তোমাকে ‘আপস্কিল’ করতে হবে। এটা শুধু আইটি-র পেশাদারদের ক্ষেত্রেই নয়, প্রায় সব ক্ষেত্রেই প্রয়োজন হবে। এমনকি, সাধারণ দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রেও।

একটা সহজ উদাহরণ দেওয়া যাক। আগে আমরা বাজারে গিয়ে আমাদের চেনা মাছওয়ালা, আনাজওয়ালা, মুদিখানা থেকে জিনিসপত্র কিনতাম। কোভিডের কারণে বাড়ি থেকে অনেকেই কম বেরোই এখন। ওই আনাজ বা মাছওয়ালাই বাড়িতে এসে জিনিসপত্র দিয়ে যাচ্ছে। অনেকে অনলাইনে পেমেন্টও নিচ্ছে। জেনে নিচ্ছে, কোন জিনিসটা ভাল ছিল, কোনটা নয়। যাকে বলে, কাস্টমার ফিডব্যাক নেওয়া। অর্থাৎ, এই সাধারণ দোকানদারটিও কিন্তু প্রয়োজনের খাতিরে নিজেকে ‘আপস্কিল’ করছে। যে কাজটা এত দিন সে করে এসেছে, তার সঙ্গে সে একটা নতুন দক্ষতা মেশাচ্ছে, যাতে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। আগামী সংখ্যাগুলোতে আলোচনা করব, কী ধরনের দক্ষতা অর্জন করলে তোমরা আগামী দিনে নিজেদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সব কাজেরই সুযোগ আসবে, কিন্তু সুযোগের ধরনটা হয়তো পাল্টে যাবে। আমাদের সেই সুযোগের ধরনটা জেনে নিতে হবে। তার জন্য নতুন কিছু পড়াশোনা করতে বা দক্ষতা আয়ত্ত করতে হলে, করব আমরা।

Advertisement

অধিকর্তা, ইনকিউব ইনোভেনচারস্

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement