প্রশ্ন: আর্টস নিয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ছি। স্নাতক স্তরে সংস্কৃত নিয়ে পড়তে চাই। কোথায় পড়ায়? উচ্চশিক্ষার সুযোগ কেমন রয়েছে? কী ধরনের কাজের সুযোগ
পেতে পারি?
অনন্ত রায়, জলপাইগুড়ি
হিন্দি, বাংলা, গুজরাটি, মরাঠি, ওড়িয়া, অসমিয়া প্রভৃতি সব নব্য ভারতীয় আর্যভাষারই উৎস সংস্কৃত। কাজেই সংস্কৃত জানা থাকলে এই ভাষাগুলির পঠন-পাঠনে সুবিধা হয়। এক কথায়, প্রাচীন ভারতকে তার সাহিত্য, দর্শন, ধর্ম ও নানা শাস্ত্রসমেত মূল থেকে জানতে গেলে সংস্কৃত ভাষা জানতেই হবে। এই সংস্কৃত ভাষা ও সাহিত্য পড়ার জন্যে পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি স্তরে প্রচুর ব্যবস্থা রয়েছে।
পড়াশোনা
রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং তার অন্তর্গত কলেজে স্নাতক স্তরে এবং জেনারেল বিষয় হিসেবে বিষয়টি পড়া যায়। যেমন—
• যাদবপুর বিশ্ববিদ্যালয়
www.jaduniv.edu.in
• বিশ্বভারতী
http://www.visvabharati.ac.in/BhasaBhavan.html
• রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
http://rbu.ac.in
• দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি
http://sanskritcollege anduniversity.org.in
• লেডি ব্রেবোর্ন কলেজ
www.ladybrabourne.com
• বাসন্তী দেবী কলেজ
www.basantidevicollege.edu.in
• আশুতোষ কলেজ
www.asutoshcollege.in
• বেথুন কলেজ
www.bethunecollege.ac.in
• যোগমায়া দেবী কলেজ
www.jogamayadevicollege.org
• সাউথ ক্যালকাটা গার্লস কলেজ
http://southcalcuttagirls
college.com
• সুরেন্দ্রনাথ কলেজ
http://www.surendranath
college.org
• মহেশতলা কলেজ
http://maheshtalacollege.org
• স্কটিশ চার্চ কলেজ
www.scottishchurch.ac.in
• আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ
http://apccollege.ac.in
• ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ
www.brsnc.org
• বারাসত গভর্নমেন্ট কলেজ
http://www.bgc.org.in
• বসিরহাট কলেজ
http://basirhatcollege.org
• দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগাঁ
http://dinabandhumaha
vidyalaya.org
• হুগলি মহসিন কলেজ
www.hooghlymohsincollege.org
• চন্দননগর কলেজ
www.chandernagorecollege.org
• গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা
http://ggdckalna1.org
• বোলপুর কলেজ
http://bolpurcollege.in
• কৃষ্ণচন্দ্র কলেজ
www.krishnachandra
college.in
• বহরমপুর কলেজ
www.berhamporecollege.in
• চাপড়া বাঙালঝি মহাবিদ্যালয়
www.chapracollege.org
• হরিণঘাটা মহাবিদ্যালয়
www.haringhatamaha
vidyalaya.org
• কান্দি রাজ কলেজ
www.kandirajcollege.com
• রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ, মুর্শিদাবাদ
www.rbcckandi.in
• ঝাড়গ্রাম রাজ কলেজ
http://jrc.ac.in
• গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, নারায়ণগড়
https://narayangarhgovt
college.org/welcome
• বেলদা কলেজ
www.beldacollege.org.in/UnderG.html
• ভট্টর কলেজ
http://bhattercollege.ac.in
• হিজলী কলেজ
www.hijlicollege.org.i• ইত্যাদি
পাস-এ বিষয়
স্নাতক স্তরে সংস্কৃত অনার্স নিয়ে পড়ার সময় যদি পাস বা জেনারেল বিষয় হিসেবে ভাষাতত্ত্ব/ পালি/ দর্শন/ বাংলা/ প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে পড়া যায়, তবে ভবিষ্যতে এম এ পড়ার সময় তা কাজে দেয়, শুধু তাই নয়, পরবর্তী কালে চাকরি খোঁজার সময়ও এই বিষয়গুলি সাহায্য করে। সংস্কৃত অনার্স করে মাস্টার্সে পালি/ প্রাচীন ভারতীয় ইতিহাস/ মিউজিয়োলজি/ ভাষাতত্ত্ব প্রভৃতি বিষয় নিয়ে পড়া যায়।
উচ্চশিক্ষা
রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয় যেখানে সংস্কৃত পড়ানো হয়, সেখানে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। যেমন, কলকাতা, যাদবপুর, বর্ধমান, কল্যাণী, রবীন্দ্রভারতী, গৌড়বঙ্গ, পঞ্চানন বর্মা ইত্যাদি প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই সংস্কৃতে মাস্টার্স করা যায়। এখন বেশ কিছু কলেজেও মাস্টার্স পড়ায়।
রাজ্যের বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, যেখানে সংস্কৃত বা আনুষঙ্গিক বিষয় নিয়ে পড়াশোনা হয়। যেমন—
• কুমার ভাস্কর বর্মা সংস্কৃত অ্যান্ড এনশিয়েন্ট স্টাডিজ ইউনিভার্সিটি
www.kbvsasun.ac.in
• কর্নাটক সংস্কৃত ইউনিভার্সিটি
www.ksu.ac.in
• মহর্ষি পাণিনি সংস্কৃত এবং বৈদিক বিশ্ববিদ্যালয়
http://mpsvvujjain.org
• উত্তরাখণ্ড সংস্কৃত ইউনিভার্সিটি, হরিদ্বার
http://usvv.ac.in
• জগদ্গুরু রামানন্দাচার্য রাজস্থান সংস্কৃত বিশ্ববিদ্যালয়
www.jrrsanskrituniversity.ac.in
• শ্রী জগন্নাথ সংস্কৃত মহাবিদ্যালয়
www.sjsv.nic.in
• কবিকুলগুরু কালিদাস সংস্কৃত ইউনিভার্সিটি, মহারাষ্ট্র
http://kksanskrituni.digitaluniversity.ac
• শ্রী শঙ্করাচার্য ইউনিভার্সিটি অব সংস্কৃত, কেরল
http://www.ssus.ac.in
• শ্রী লালবাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয়
সংস্কৃত বিদ্যাপীঠ
www.slbsrsv.ac.in/pg.asp
• রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ
www.rsvidyapeetha.ac.i• ইত্যাদি
• রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের ওয়েবসাইট থেকে এই সব প্রতিষ্ঠানগুলি তো বটেই, অন্যান্য আরও প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাবে। www.sanskrit.nic.in
অধিকাংশ প্রতিষ্ঠানেই এম ফিল ও পিএইচ ডি করা যায়।
স্পেশালাইজেশন
বেদিক স্টাডিজ, ব্যাকরণ, কাব্য ও কাব্যচর্চা, ন্যায়, বেদান্ত, ভারতীয় দর্শন, ধর্মশাস্ত্র, এপিগ্রাফি অ্যান্ড এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাকৃত-এর মতো বিভিন্ন স্তরে স্পেশালাইজেশন করা যায়। যদিও এই স্পেশালাইজেশনটা পুরোটাই নির্ভর করে প্রতিষ্ঠানের উপর।
গবেষণা
প্রচুর সংখ্যক ছেলেমেয়ে ইউজিসি-জেআরএফ, রাজীব গাঁধী ফেলোশিপ (মূলত তফসিলি জাতি/ জনজাতির ছাত্রছাত্রীদের জন্য) এবং ন্যাশনাল ফেলোশিপের (অন্যান্য অনুন্নত শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য) মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণার সুযোগ পায়। এবং পিএইচ ডি করার সময় তাদের প্রায় ৩০,০০০-৪০,০০০ টাকা বৃত্তিও দেওয়া হয়। কম্পিউটেশনাল গ্রামার অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, আয়ুর্বেদের বিভিন্ন দিক, টেক্সট ও ম্যানুস্ক্রিপ্ট-এর সম্পাদনা ইত্যাদি বিষয়ে নানা ধরনের গবেষণা হয় সারা দেশে।
বিদেশে পড়াশোনা
এক সময়ে ভারতের বাইরে প্রধানত ইউরোপে (বিশেষত জার্মানিতে) সংস্কৃত নিয়ে প্রচুর গবেষণা হত। আজ শুধু ইউরোপের জার্মানি নয়, সেখানকার প্রায় প্রতিটি দেশে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় সব ক’টি দেশে, বিশেষত জাপানে ভারততত্ত্ব ও দক্ষিণ এশীয় বিদ্যাচর্চায় সংস্কৃতের পঠন-পাঠন করা হয়ে থাকে।
কাজের সুযোগ
রয়েছে কলেজে পড়ানোর সুযোগও। এ ছাড়া বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন ডব্লুবিসিএস, আইএএস, স্টাফ সিলেকশন কমিশনের মতো পরীক্ষায় বসা যায়। ডব্লুবিসিএস, সিভিল সার্ভিসের মতো সরকারি চাকরির পরীক্ষায় সংস্কৃত ঐচ্ছিক বিষয় হিসেবে থাকে। এবং এখানে ভাল নম্বর তোলা যায়। ফলে সংস্কৃতের ছাত্রছাত্রীদের এ ক্ষেত্রে কিছুটা সুবিধে হয়ই। এ ছাড়া আর্কিয়োলজিক্যাল সার্ভে বা বিভিন্ন জাদুঘরের চাকরি করতে পারে সংস্কৃতের ছেলেমেয়েরা।