Rafale Jet

Rafale: শেষ তিনটি রাফাল যুদ্ধবিমান ভারতে আসছে আগামী সপ্তাহেই, জানাল প্রতিরক্ষা মন্ত্রক

বাকি রাফাল যুদ্ধবিমানকে ভারতীয় প্রয়োজন মোতাবেক উন্নীতকরণের কাজও চলছে ভারতেই। ওই বিমানগুলি আগেই ভারতে এসে পৌঁছেছে।

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪১
Share:

ভারতের জন্য তৈরি রাফাল বিমানগুলি এখন বিশ্বসেরা বলে মনে করা হচ্ছে। ফাইল চিত্র।

শেষ দফায় তিনটি রাফাল যুদ্ধবিমান ভারতে আসছে আগামী সপ্তাহেই। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক এই তথ্য দিয়ে জানিয়েছেন, বাকি রাফাল যুদ্ধবিমানকে ভারতীয় প্রয়োজন মোতাবেক উন্নীতকরণের কাজও চলছে ভারতেই। ওই বিমানগুলি আগেই ভারতে এসে পৌঁছেছে।

Advertisement

মন্ত্রকের ওই আধিকারিক বলেন, ‘‘ইতিমধ্যেই ফ্রান্সে ভারতকে ওই বিমানগুলি হস্তান্তরিত করা হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সেগুলি ভারতে এসে পৌঁছবে।’’ আগের মতোই ওই বিমানগুলিতে ফরাসী বিমান বাহিনী এবং আরব আমিরশাহির সহায়তায় জ্বালানি ভরা হবে।

প্রসঙ্গত ভারতের জন্য তৈরি প্রথম রাফাল বিমান আরবি০০৮ ২০১৮ সালের ৩০ অক্টোবর ফ্রান্সের আকাশে উড়েছিল। ওই বিমানেই প্রথম ভারতীয় মান অনুযায়ী বিভিন্ন পরিবর্তন ঘটানো হয়। বিভিন্ন পরীক্ষার পর সেটি উড়ানের শংসাপত্র লাভ করে। ওই বিমানগুলিকে আরবি নামে চিহ্নিত করা হয় দেশের প্রাক্তন এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার নামে। ভাদৌরিয়া ফ্রান্সের সঙ্গে এই যুদ্ধবিমান চুক্তির অন্যতম কারিগর ছিলেন।

Advertisement

ভারতের জন্য তৈরি রাফাল যুদ্ধবিমানগুলিকে বিশ্বের সবচেয়ে উন্নত রাফাল যুদ্ধবিমান বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement