রেলমন্ত্রীর সফর, সাজছে শিলচর স্টেশন

রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু শনিবার শিলচর আসছেন। তাঁর সফর ঘিরে রেলস্টেশন নতুন সাজে সেজে উঠছে। প্রস্তুতি চলছে গেরুয়া শিবিরেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০৩
Share:

রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু শনিবার শিলচর আসছেন। তাঁর সফর ঘিরে রেলস্টেশন নতুন সাজে সেজে উঠছে। প্রস্তুতি চলছে গেরুয়া শিবিরেও। প্রভু সে দিন দিল্লির সঙ্গে শিলচরকে রেললাইনে সরাসরি যুক্ত করবেন। তাঁর সফর চূড়ান্ত হওয়ায় বরাক জুড়ে উচ্ছ্বাস রয়েছে। উচ্ছ্বসিত ত্রিপুরা এবং মণিপুরের মানুষও। কারণ সে দিনই রেলমন্ত্রী শিলচর-জিরানিয়া (ত্রিপুরা) শিলচর-জিরিবাম (মণিপুর) রুটে দু’টি মালগাড়িকে যাত্রা শুরুর সঙ্কেত দেবেন। এর মাধ্যমে দুই রাজ্যে নতুন ব্রডগেজ লাইনে নিয়মিত মালগাড়ি চলাচলের সূচনা হবে।

Advertisement

রেলের জনসংযোগ অফিসার সুষেন ওঝা জানিয়েছেন, শনিবার বেলা দু’টোয় রেলমন্ত্রী সবুজ পতাকা নাড়িয়ে পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসকে শিলচরের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে দিল্লির উদ্দেশে রওনা করাবেন। মালগাড়ি দু’টি যাবে বদরপুর স্টেশন থেকে। একই সময়ে তিনি শিলচর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে সেগুলির যাত্রা শুরুর সঙ্কেত দেবেন। সঙ্গে থাকবেন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব ও বিজেপি বিধায়ক দিলীপকুমার পাল।

এক দিনে তিনটি ট্রেনের সূচনা উপলক্ষে বড় অনুষ্ঠানের আয়োজন করছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। শিলচর রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে মঞ্চ বাঁধা হচ্ছে। মাইক লেগেছে স্টেশনের বিভিন্ন প্রান্তে। চলছে নতুন রঙের প্রলেপ দেওয়া। এদিক-ওদিক ঝাড়পোছে ব্যস্ত সাফাইকর্মীরা। বিভাগীয় মন্ত্রীর সফরে কোনও খুঁত যেন না থাকে, তা নিয়ে সতর্ক রেলকর্তারা। গত কাল থেকে এক জন অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার লামডিং থেকে শিলচরে এসে সব কিছু তদারকি করছেন। সঙ্গে রয়েছেন আঞ্চলিক ম্যানেজার এন সিংহ ও স্টেশন সুপার বিপ্লব দাস। আজ ভোরে বিশেষ ট্রেনে এখানে আসেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এ দৌলত। সকাল থেকে দফায় দফায় বৈঠক করেন তিনি। কী ভাবে কী হবে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছেন। সবাইকে বলছেন, কোনও ত্রুটি যেন না হয়। সে জন্য মেডিক্যাল টিম, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী মোতায়েন রাখা হবে। গুরুত্ব দেওয়া হচ্ছে আমন্ত্রণপত্র বিলিতে।

Advertisement

বিজেপির জেলা সভাপতি কৌশিক রাই জানিয়েছেন, রেলমন্ত্রী প্রভু সে দিন কলকাতা থেকে শিলচর আসবেন। বিমানবন্দর থেকে সোজা রেল স্টেশন। বিকেল ৩টেয় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। সন্ধ্যা ৫টায় পুরসভার পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা জানানো হবে। ৬টা থেকে ৭টা বিভিন্ন সংস্থা রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পর দিন ভোরে প্রভু শিলচর ছাড়বেন। কৌশিকবাবু জানান, তাঁরাও রেলমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রেলের সময়সূচি বদলের দাবি জানাবেন। চাইবেন আরও নতুন ট্রেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement