মহকুমা ম্যাজিস্ট্রেটের বাড়ির সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন বিলাসপুরের এক তরুণ কংগ্রেস নেতা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাজেন্দ্র তিওয়ারি নামে ওই নেতার দেহের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। কিছু দিন আগে তিওয়ারির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। জামিনের আবেদন নিয়ে রাজেন্দ্র তাঁর আইনজীবীর সঙ্গে মহকুমা ম্যাজিস্ট্রেটের বাড়িতে যান। জামিন দিতে নারাজ হলে রাজেন্দ্র সংশ্লিষ্ট মহকুমা ম্যাজিস্ট্রেটের বাড়ি থেকে বেরিয়ে তাঁর বিরুদ্ধে মানসিক ভাবে হেনস্থার অভিযোগ তোলেন। তার পরেই গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগান তিনি।