ঢাকার গুলশনে হামলার পরে আইএস জঙ্গিদের উৎসাহ দেওয়ার অভিযোগ উঠেছিল বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নাইকের বিরুদ্ধে। সেই সূত্রে তদন্তে নেমে জাকিরের জঙ্গিযোগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। মঙ্গলবার তিনি বলেন, অভিযোগ গুরুতর। তবে কিছু দিন ধরেই জাকির বিদেশে। ফলে তাঁর প্রত্যর্পণে প্রয়োজনে আশ্রয়দাতা দেশের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতেও পিছপা হবে না ভারত। অনলাইনে সম্প্রচার হওয়া জাকিরের ধর্মীয় বক্তৃতার কিছু ভিডিও ফুটেজ পরীক্ষা করে তেমনই প্রমাণ মিলেছে বলে জানিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।