ফাইল চিত্র।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে ‘অদ্ভুত আবদার’ করে বসলেন এক যুবক। তাঁর ‘আবদার’ শুধু লকডাউন করলে হবে না, এই সময়ে বিয়ের অনুষ্ঠানের উপর সম্পূর্ণ নিষধাজ্ঞা জারি করুন মুখ্যমন্ত্রী।
এমন আর্জিতে অনেকেই হয়ত সায় দেবেন। কিন্তু যুবকের এই আর্জির পিছনে যে কারণ লুকিয়ে রয়েছে তা শুনে অবাকই হতে হবে।
যুবকের নাম পঙ্কজকুমার গুপ্ত। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের লকডাউনের মেয়াদ ঘোষণার টুইটে পঙ্কজ রিটুইট করে এমনই আর্জি জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আপনি যদি বিয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করেন তা হলে আমার গার্লফ্রেন্ডের বিয়েটাও স্থগিত হয়ে যাবে। ১৯ মে ওর বিয়ে। আপনি যদি বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন তা হলে কৃতজ্ঞ থাকব’।
পঙ্কজের এমন টুইট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটাগরিকদের মধ্যে। নাটকের এখানেই শেষ নয়। পঙ্কজের ওই টুইটের উত্তর দিয়েছেন নব্য কুমারী নামে এক মহিলা। তিনি লিখেছেন, ‘যখন তুমি আমায় ছেড়ে পূজার সঙ্গে কথা বলা শুরু করলে, আমি খুব কেঁদেছি। আজ আমি আনন্দের সঙ্গে বিয়ে করছি। তাই অনুরোধ করছি, এমনটা কোরো না’।