নেতার গাড়ি ওভারটেক করায় বিহারে গুলি করে খুন

গাড়ি ওভারটেক করা নিয়ে ঝামেলার সূত্রপাত। আর তার জেরেই এক যুবককে গুলি করে খুন করা হল বিহারের গয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ১০:০০
Share:

গাড়ি ওভারটেক করা নিয়ে ঝামেলার সূত্রপাত। আর তার জেরেই এক যুবককে গুলি করে খুন করা হল বিহারের গয়ায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বিহারের বিধান পরিষদের সদস্য জেডিইউ নেতা মনেরামাদেবীর স্বামী বিন্দি যাদবের বিরুদ্ধে। তাঁকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর দেহরক্ষীকে। তবে কারা ওই যুবকে খুন করল পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। মৃতের বন্ধুর অভিযোগের ভিত্তিতেই মনোরমাদেবীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত যুবকের বন্ধু আয়ুষের অভিযোগ, গাড়ি ওভারটেক করা নিয়েই বচসার সূত্রপাত। সেই সময় অন্য গাড়ি থেকে কয়েক জন নেমে এসে তাঁর বন্ধুকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আয়ুষ আরও জানিয়েছেন, ওই ব্যক্তিদের মধ্যে একজন কম্যান্ডোর ইউনিফর্ম পরে ছিলেন।

Advertisement

আরও খবর...

গণপ্রহারে হত যুবক

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement