National News

দিল্লিতে সিএএ বিক্ষোভের কাছেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ২০:৫৯
Share:

প্রতীকী ছবি।

রাজধানীর রাজপথে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দিল্লির ইন্ডিয়া গেটের কাছে এই ঘটনায় দিল্লিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ইন্ডিয়া গেটের কাছেই প্রতিবাদ-বিক্ষোভ চলছিল। ওই যুবকও প্রতিবাদ করতে এসে গায়ে আগুন দিয়েছেন কি না, তা জানা যায়নি। যদিও এক পুলিশ অফিসারকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র নেই। তবে কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, রাইসিনা হিল অর্থাৎ রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট রাস্তার উপরে এই ঘটনা ঘটেছে। গায়ে আগুন লাগানোর পরেই ওই এলাকায় একটি পুলিশ ভ্যানে থাকা কর্মীরা ছুটে গিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তার পর উদ্ধার করে তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে।

Advertisement

পরে পুলিশ খোঁজ খবর করে জানতে পারে, ওই যুবকের বাড়ি ওড়িশায়। বছর পঁচিশের ওই যুবকের নাম কার্তিক মাহের। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement