R G Kar Medical College And Hospital Incident

ব্যবসা বাঁচিয়েই একা প্রতিবাদী ওমর

চা বিক্রি করে দিন চলে। আরজি কর নিয়ে নানা সংগঠনের বিক্ষোভে যোগ দিতে পারেন না। তাই একাই প্রতিবাদের পথে নেমেছেন করিমগঞ্জের প্রতিবাদী যুবক ওমর ফারুক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ০৮:১৭
Share:

ওমর ফারুক। —নিজস্ব চিত্র।

শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন এক যুবক। মুখে প্লাস্টার, হাতে প্লে কার্ড। তাতে লেখা, ‘‘আরজি করের নিগৃহীতার পক্ষে আপনারা কথা না বললে কে বলবে!’’

Advertisement

চা বিক্রি করে দিন চলে। আরজি কর নিয়ে নানা সংগঠনের বিক্ষোভে যোগ দিতে পারেন না। তাই একাই প্রতিবাদের পথে নেমেছেন করিমগঞ্জের প্রতিবাদী যুবক ওমর ফারুক। করিমগঞ্জ শহরের রাস্তার মাঝখানে একা দাঁড়িয়ে এই অভিনব প্রতিবাদ সকলের নজর কেড়েছে। কখনও তিনি দাঁড়িয়েছিলেন পেট্রোল পাম্প পয়েন্ট, কখনও করিমগঞ্জ কলেজের সামনে বা শম্ভু সাগর পার্কে। এক ঘণ্টা ঠায় দাঁড়িয়েছিলেন ছন্তর বাজার পয়েন্টের সামনে।

প্রতিবাদী যুবক ওমর ফারুক করিমগঞ্জ জেলারই বাখরশাল গ্রামের বাসিন্দা, পেশায় চা বিক্রেতা। ঘণ্টা পাঁচেকের নীরব প্রতিবাদে শেষে মুখের প্লাস্টার খুলে বলেন, বড় ভারাক্রান্ত মন। সমাজমাধ্যমে ঘটনাটা শুনে বুক ফেটে গিয়েছে। এমন ঘটনার পরেও প্রতিবাদ না জানাতে পারলে, বাঁচাটাই যে বৃথা।

Advertisement

কিন্তু দু’দিন ধরে বিভিন্ন সংগঠন মিছিল করছে, বিক্ষোভ দেখাচ্ছে। তিনি তাতে সামিল না হয়ে একেবারে একা কেন? ফারুকের স্পষ্ট জবাব, অন্য সময়ে যখন প্রতিবাদ হয়, বেশি মানুষ জমা হন, তখন আসলে তাঁর ব্যবসার সময়। ওই সময়েই কয়েক কাপ চা বেশি বিক্রি করা যায়। কিন্তু তাই বলে একেবারে চুপ করে বসে থাকতে পারছিলেন ফারুক। বলেন, ‘‘আমারও বোন রয়েছে। এক জন গুয়াহাটিতে পিএইচডি করছে। অন্য জন নার্স। তাদের কথা ভেবেই প্রতিবাদে
নেমে পড়ি।’’

এ দিকে, দেশের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জের চিকিৎসকরাও কর্মবিরতি পালন করে চলেছেন। সরকারি হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা ছাড়া অন্য সব বন্ধ । এমনকি ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখছেন না ডাক্তাররা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement