kashmir

Injection Phobia: ইঞ্জেকশনে ভয়! কাশ্মীরি কিশোরের কাণ্ড দেখে আপনিও হেসে ফেলবেন

ইঞ্জেকশন দেওয়ার আগে কিশোর ওই পরিচিতকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৪
Share:

ইঞ্জেকশন দেওয়ার সময় কিশোরের প্রতিক্রিয়া। ছবি সৌজন্য ফেসবুক থেকে।

ইঞ্জেকশন নিতে অনেকেই ভয় পান। কারও কারও ক্ষেত্রে সেই ভয়ের মাত্রা এতটাই চরমে পৌঁছয় যে, তঁদের কাণ্ড দেখে না হেসে পারা যায় না। সে রকমই এক কিশোরের ইঞ্জেকশন নেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভিডিয়োটি দেখে আপনিও না হেসে থাকতে পারবেন না।

দাবি করা হয়েছে ভিডিয়োটি কাশ্মীরের কোনও একটি গ্রামের। এক কিশোরকে ইঞ্জেকশন দিতে দেখা যাচ্ছে তারই এক পরিচিতকে। ইঞ্জেকশন দেওয়ার আগে কিশোর ওই পরিচিতকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করছে। পাল্টা তাকে বোঝানোর চেষ্টাও চলছিল। কাঁদতে কাঁদতে বার বার ইঞ্জেকশন না দেওয়ার আর্জি জানাচ্ছিল সে।

Advertisement

সেই সময় তার যা প্রতিক্রিয়া দেখা গিয়েছে, যা দেখে হাসিক উদ্রেক হতে বাধ্য। সূঁচ ফোটাতেই চিলচিৎকার…..ও মাম্মা…মাম্মা.....।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement