CoWin App

টিকার শংসাপত্রে নাম, ঠিকানা ভুল থাকলে পারবেন শুধরে নিতে, কোউইনে নতুন ফিচার

দেশে এখনও পর্যন্ত যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের অনেকেরই শংসাপত্রে ভুল তথ্য দেওয়া রয়েছে। যার জেরে বহু মানুষকেই ঝামেলায় পড়তে হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৭:৫৩
Share:

কোউইন অ্যাপ।

টিকার শংসাপত্রে নাম বা জন্মতারিখ ভুল থাকলে এখন তা বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন আপনি। সরকারি কো-উইন পোর্টালে একটি নতুন ফিচার যুক্ত করেছে কেন্দ্র, তার মাধ্যমেই সেই কাজ করা যাবে।

Advertisement

দেশে এখনও পর্যন্ত যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের অনেকেরই শংসাপত্রে ভুল তথ্য দেওয়া রয়েছে। যার জেরে বহু মানুষকেই ঝামেলায় পড়তে হচ্ছে। তার পরই কোউইন পোর্টালে ‘রেইজ অ্যান ইস্যু’ নামে বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। সেই ফিচারের মাধ্যমে ভুল তথ্য সম্পাদনা করতে পারবেন আপনি। তবে ভুল তথ্য ঠিক করার সুযোগ একবারই পাওয়া যাবে। বারবার সম্পাদনা করা যাবে না। আরোগ্য সেতু টুইটার হ্যান্ডল থেকে একটি টুইট করে বিষয়টি জানানো হয়।

কী ভাবে ভুল তথ্য সম্পাদনা করবেন

Advertisement

১। www.cowin.gov.in ওয়েবসাইটে যাবেন

২। নিজের ১০ অঙ্কের মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করবেন

৩। নিজের অ্যাকাউন্টে ঢুকুন

৪। আপনি যদি টিকা নিয়ে থাকেন, তবে সেখানে ‘রেইজ অ্যান ইস্যু’ নামে একটি অপশন দেখা যাবে। তাতে ক্লিক করেই শংসাপত্রের ভুল তথ্য ‘এডিট’ করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement