ক্যাবিনেট মিটিং শেষে একরাশ প্রশান্তি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখে। ছবি:পিটিআই।
প্রথম ক্যাবিনেট বৈঠকেই চমকে দিলেন যোগী আদিত্যনাথ। মঙ্গলবার প্রায় ৪০ হাজার কোটি টাকার কৃষিঋণ মকুব করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের কৃষকদের ৯২.৫ শতাংশই সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন বলে আদিত্যনাথ ক্যাবিনেটের দাবি। সংখ্যার বিচারে প্রায় ২ কোটি ১৫ লক্ষ কৃষক ঋণ মকুবের সুবিধা পেতে চলেছেন বলে জানা গিয়েছে।
শপথ গ্রহণের ১৫ দিন পরে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার প্রতিশ্রুতি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন। তাই মুখ্যমন্ত্রী আদিত্যনাথের নাকি ইচ্ছা ছিল, প্রথম ক্যাবিনেট বৈঠকেই কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত ঘোষণা করবেন। প্রশাসনিক প্রস্তুতি সেরে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সেই সিদ্ধান্ত তিনি পাশ করিয়ে নিলেন।
প্রথম ক্যাবিনেট মিটিংয়ের উদ্দেশ্যে যোগী আদিত্যনাথ।ছবি:রয়টার্স
১ লক্ষ টাকা পর্যন্ত সমস্ত কৃষিঋণ মকুব করে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। যোগী মন্ত্রিসভার সদস্য সিদ্ধার্থনাথ সিংহ জানিয়েছেন, এই ঋণ মকুব করতে ৩০ হাজার ৭২৯ কোটি টাকা খরচ হবে। এ ছাড়া প্রায় ৭ লক্ষ কৃষক রয়েছেন, যাঁরা ঋণ নিয়ে শোধ করতে পারেননি এবং ব্যাঙ্ক সেই সব ঋণকে নন-পারফর্মিং অ্যাসেট ঘোষণা করেছে। সেই সব ঋণও রাজ্য সরকারই ব্যাঙ্ককে মিটিয়ে দেবে বলে যোগী মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য আরও প্রায় ৬০০০ কোটি টাকা খরচ হবে।